× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘নিউজিল্যান্ডকে যারা আন্ডারডগ বলে তারা খেলা দেখে না’

খেলা

স্পোর্টস ডেস্ক
২৫ জুন ২০১৯, মঙ্গলবার

বিশ্বকাপে সবসময়ই আন্ডারডগ ভাবা হয় নিউজিল্যান্ডকে। আর ক্রিকেট বিশ্বের এমন ভাবনায় বেজার ব্রেন্ডন ম্যাককালাম। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ম্যাককালাম মনে করেন এবারের বিশ্বকাপ জিততে পারে কিউইরা। তিনি বলেন, ‘কিছু মানুষ আমাদের আন্ডারডগ বলে। সম্ভবত তারা নিউজিল্যান্ডকে খুব একটা বেশি খেলতে দেখে না। অন্যান্য দলের মতো তাদের খুব একটা প্রচার করা হয় না। এজন্য নিউজিল্যান্ড সবময়ই তাদের মাথার বাইরে থাকে।’
চলতি বিশ্বকাপে এখনো অপরাজিত গতবারের ফাইনালিস্ট নিউজিল্যান্ড। ছয় ম্যাচে পাঁচ জয়ে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে কিউইরা।
এতে সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে তারা। তবে সেমিফাইনাল নয় প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলবে কেন উইলিয়ামসনের দল- এমনটাই মনে করেন ম্যাককালাম।
মাঝপথ পেড়িয়ে গেলেও কোনো দলই এখনো পর্যন্ত সেমিফাইনাল নিশ্চিত করতে পারেনি। নিউজিল্যান্ড শীর্ষে থাকলেও টুর্নামেন্ট শেষে তাদেরও বাদ পড়ার সম্ভাবনা আছে। তবে ম্যাককালাম মনে করছেন কিউইরা সেমিফাইনালে যাবেই। কেননা বিশ্বকাপে তাদের ইতিহাস খুবই ভালো। ম্যাককালাম বলেন, ‘আমি নিশ্চিত বিশকাপ জিততে খুব আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড দল। আমাদের বিশ্বকাপ ইতিহাস খুব ভালো। আমার মনে হয় বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পর আমরা সবচেয়ে বেশি ম্যাচ জিতেছি। এটা বলতে দ্বিধা নেই যে সেমিফাইনালে ইংল্যান্ড, ভারত, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডই জায়গা করে নেবে।’
ক্রিকেটে নিউজিল্যান্ড নিয়মিত খুব ভালো পারফরমেন্স করলেও খবরের পাতায় তাদের নিয়ে খুব একটা আলোচনা হয় না। আর এটাই আক্ষেপ ম্যাককালামের। তার মতে, অন্যান্য দলের মতো কিউইদের নিয়েও সমানভাবে আলোচনা করা উচিত। ম্যাককালামের আগের ভবিষ্যদ্বাণী মতে বিশ্বকাপে মাত্র পাঁচটি জয় পাবে নিউজিল্যান্ড। আর সেটা প্রথম ছয় ম্যাচেই কিউইরা তুলতে সক্ষম হয়েছে। তবে সাবেক এই অধিনায়কের ভবিষ্যদ্বাণী অনুযায়ী বাকি থাকা তিনটি ম্যাচে হারতে পারে উইলিয়ামসনের দল। আর সত্যিই সত্যিই যদি তা হয় তাহলে সেমিফাইনালে যেতে কঠিন সমস্যার মুখোমুখি হতে হবে কিউইদের। কাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে কিউইরা। তাদের পরের দুই ম্যাচ শিরোপাধারী অস্ট্রেলিয়া ও স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর