× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

মির্জাগঞ্জে ব্রিজ ভেঙে এলাকাবাসীর দুর্ভোগ

বাংলারজমিন

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
২৬ জুন ২০১৯, বুধবার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া গ্রামের হুরমইবুনিয়া খালের ওপর নির্মিত আয়রন ব্রিজটি ভেঙে এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। এতে ইউনিয়নে ৪টি গ্রাম, ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও জনসাধারণসহ যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
জানা যায়, প্রায় ২/৩ বছর ধরে ব্রিজটির আংশিক অংশ ভাঙা ছিল। কিছুদিন আগে ব্রিজটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।
এ ব্রিজ দিয়ে আমড়াগাছিয়া ইউনিয়নের ছৈলাবুনিয়া, দক্ষিণ ঝাঁটিবুনিয়া, ছাদেম মুন্সী ও উত্তর ঝাঁটিবুনিয়াসহ প্রায় ৪/৫ গ্রামের জনসাধারণ, ময়দা দাখিল মাদ্‌রাসা, দক্ষিণ ঝাঁটিবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঝাঁটিবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীসহ মোটরসাইকেল, অটোরিকশা ও ইজিবাইক চলাচল করে। ব্রিজটি ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

জনসাধারণ কোনো রকম ব্রিজটির ভাঙা অংশের উপর গাছ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে।
ব্রিজটি ভেঙে  যাওয়ায় প্রায় ২/৩ কিলোমিটার ঘুরে যান চলাচল করতে হয়। ব্রিজটি দ্রুত নির্মাণ করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে এলাকাবাসী। দ্রুত ব্রিজটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী মো. সুলতান  হোসেন বলেন, সরেজমিন গিয়ে ব্রিজটি পরিদর্শন করে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের যাবতীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জনানো হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর