× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন নুসরাত ও মিমি

এক্সক্লুসিভ

কলকাতা প্রতিনিধি
২৬ জুন ২০১৯, বুধবার

হাতের মেহেদি এখনো জ্বলজ্বল করছে। সিঁথিভর্তি সিঁদুর। হাতে চূড়া। নতুন বউয়ের সাজেই সংসদে হাজির হয়েছেন অভিনেত্রী নুসরাত। বিয়ে সেরে গতকাল মঙ্গলবার সংসদে দাঁড়িয়ে শপথ নিয়েছেন বসিরহাটের জয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী নুসরাত জাহান। একই সঙ্গে শপথ নিয়েছেন অভিনেত্রী মিমি চক্রবর্তীও। মিমি কলকাতার যাদবপুর থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। গত ১৭ই জুন সপ্তদশ লোকসভার অধিবেশন শুরুর প্রথম দিনে নুসরাত ও মিমি শপথ নিতে পারেন নি।
বিয়ে উপলক্ষে নুসরাত এবং তার সঙ্গী হিসেবে মিমি তুরস্কে উড়ে গিয়েছিলেন। সেখানেই কলকাতার বস্ত্র ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন নুসরাত। বিয়ে উপলক্ষে এক সপ্তাহ তুরস্কে কাটিয়ে রোববারই ফিরে এসেছেন কলকাতায়। মঙ্গলবার নুসরাত ও মিমি উড়ে গিয়েছেন দিল্লি। সংসদে লোকসভার স্পিকার ওম বিড়লা দু’জনকে শপথবাক্য পাঠ করিয়েছেন। নুসরাত ঈশ্বরের নামে শপথ নিয়েছেন। নুসরাত এবং মিমি দু’জনই বাংলায় শপথবাক্য পাঠ করেছেন। দলনেত্রীর নির্দেশ অনুসারে তৃণমূল কংগ্রেসের সব বিজয়ীই বাংলায় শপথ নিয়েছেন। শপথ গ্রহণের পর মিমি ও নুসরাত দুজনেই স্পিকারের পা ছুঁয়ে প্রণাম করেছেন। নুসরাত আগামী ২৮শে জুন তার কেন্দ্র বসিরহাটে যাবেন বলে জানা গেছে। বিয়ে নিয়ে ব্যস্ত থাকায় জয়ের পর নুসরাত বসিরহাটে যেতে পারেন নি। তবে বসিরহাটের সন্দেশখালিতে গোলমাল নিয়ে তিনি সবসময় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলে জানিয়েছেন। বসিরহাটে গিয়ে নুসরাত শান্তির বার্তা দেবেন বলে জানা গেছে। অবশ্য কেন্দ্র পরিদর্শনের আগে নুসরাত কলকাতায় আইনি মতে বিয়ে সম্পন্ন করবেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর