× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

আমাদের ভাগ্য এখনও আমাদের হাতে: মরগান

খেলা

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০১৯, বুধবার

লর্ডসে হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬৪ রানে হেরে সেমিফাইনালের পথে ধাক্কা খেলো স্বাগতিক ইংল্যান্ড। তবে এ হার সেমিফাইনালে যাওয়ার পথে তেমন কিছু না বলে মনে করেন ইংল্যান্ড অধিনায়ক এউইন মরগান। তিনি বলেন, আমাদের ভাগ্য এখনও আমাদের হাতে। সহজ কথা আমাদের এখান থেকে ঘুরে দাঁড়াতে হবে। এবং আশা করি আমরা উন্নতি করবো এবং সামনে এগিয়ে যাবো।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক এউইন মরগান। এ  নিয়ে মরগান বলেন, ‘উইকেট নরম ছিল, তখন ব্যাটিং নেয়াটা ভয়ানক সিদ্ধান্ত হতো। প্রথম ২৫ ওভার তারা (অস্ট্রেলিয়া) আধিপত্য বিস্তার করে খেলেছে। পরে আমরা ঘুরে দাঁড়িয়েছি।
আমরা তাদের ২৮০’র মধ্যে আটকাতে পেরেছি। কিন্তু পরে ২০ রানে ৩ উইকেট হারিয়ে আমরা চাপে পরে গিয়েছিলাম।’

ম্যাচ নিয়ে মারগান বলেন, ‘আমরা কয়েকটি সুযোগ হাতছাড়া করেছি। অস্ট্রেলিয়া সে সুযোগটা কাজে লাগিয়েছে। তারা কয়েকটি ভালো জুটি গড়তে পেরেছে। আর আমরা দ্রুত উইকেট হারিয়েছি। এতে ম্যাচ থেকে ছিটকে গিয়েছি।’
ইংল্যান্ডের আরো দুই ম্যাচ বাকি। আগামী ৩০শে জুন ভারতের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। আর ৩রা জুলাই নিজেদের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে এউইন মরগানের দল। বাকি দুই ম্যাচ নিয়ে মরগান বলেন, ‘সব কিছুই আমাদের নিয়ন্ত্রণে আছে। আমাদের একটা জয় দরকার। আমাদের পারফর্ম করতে হবে, এবং দুই ম্যাচই জিততে হবে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর