× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

র‌্যাঙ্কিংয়ে আবার সাতে বাংলাদেশ

বাংলাদেশ কর্নার

স্পোর্টস রিপোর্টার
২৮ জুন ২০১৯, শুক্রবার

ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে আবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের সাতে উঠেছে বাংলাদেশ। গতকাল প্রকাশিত নতুন র‌্যাঙ্কিংয়ে উইন্ডিজ নেমে গেছে নবম স্থানে। আর একধাপ এগিয়ে শ্রীলঙ্কার অবস্থান অষ্টম। র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচেও পরিবর্তন এসেছে। ইংল্যান্ডকে হটিয়ে ১ নম্বর স্থান দখলে নিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে পাঁচে নামিয়ে তিনে উঠে এসেছে নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া রয়েছে চতুর্থ স্থানে। পাকিস্তানের অবস্থান ৬ নম্বরে।
তবে পাকিস্তানের চেয়ে মাত্র ৪ রেটিং পয়েন্ট পিছিয়ে  রয়েছে মাশরাফি বিন মুর্তজার বাংলাদেশ। আগামী ম্যাচে ভারতকে হারালে ব্যবধানটা দাঁড়াবে ২ পয়েন্ট। আর হেরে গেলে এক রেটিং খোয়াবে বাংলাদেশ।
৭ নম্বরে থেকেই বিশ্বকাপ খেলতে এসেছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারানোর পরও আটে নেমে গিয়েছিল তারা। টাইগারদের জায়গা নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। যারা প্রথম ম্যাচে হারিয়েছিল ৬ নম্বরে থাকা পাকিস্তানকে। অথচ বিশ্বকাপের আগে এই উইন্ডিজকে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচ হারায় বাংলাদেশ। র‌্যাঙ্কিং নিয়ে তাই কিছুটা ক্ষোভ ছিল টাইগার ভক্তদের মনে। যা হোক, নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ৮ নম্বর দলের সঙ্গে বাংলাদেশের রেটিং পয়েন্টের পার্থক্যটা চোখে পড়ার মতো। ৪৩ ম্যাচে ৯২ রেটিং পয়েন্ট টাইগারদের। পেছনে থাকা শ্রীলঙ্কার ৪৮ ম্যাচে ৭৮ পয়েন্ট। লঙ্কানদের চেয়ে এক রেটিং পয়েন্ট কম নিয়ে নবম স্থানে ওয়েস্ট ইন্ডিজ।  
বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ আর আফগানিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর আর জয়ের মুখ দেখেনি (ভারত ম্যাচ পর্যন্ত)। শ্রীলঙ্কা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে গত সপ্তাহে। সপ্তম, অষ্টম ও নবম স্থানের পরিবর্তনে ওই ম্যাচগুলোর ফল ভূমিকা রেখেছে।

ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ ১০
দল    ম্যাচ    রেটিং
ভারত    ৫১    ১২৩
ইংল্যান্ড    ৫০    ১১৪
নিউজিল্যান্ড    ৩৯    ১১২
অস্ট্রেলিয়া    ৪৭    ১১২
দ.আফ্রিকা    ৪৫    ১০৯
পাকিস্তান    ৪৭    ৯৬
বাংলাদেশ    ৪১    ৯২
শ্রীলঙ্কা    ৪৮    ৭৮
ওয়েস্ট ইন্ডিজ    ৪৪    ৭৭
আফগানিস্তান    ৩৮    ৬০
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর