× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘ভারতের বিপক্ষে শুরুতে উইকেট নিতে হবে’

বাংলাদেশ কর্নার

স্পোর্টস ডেস্ক
৩০ জুন ২০১৯, রবিবার

ভারতের শক্তিশালী ব্যাটিংয়ের বিপক্ষে ভালো করতে হলে শুরুতে উইকেট নিতে হবে- এমনটি বললেন বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। আগামী ২রা জুলাই নিজেদের অতীব গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মোকাবিলা করবে টাইগাররা। টুর্নামেন্টের সেমিফাইনালের সম্ভাবনা উজ্জ্বল রাখতে এই ম্যাচে জয় চাই বাংলাদেশের।
এবারের বিশ্বকাপে তিন হারের বিপরীতে তিন ম্যাচে জয় দেখেছে বাংলাদেশ। টাইগারদের এক ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। নিজেদের খেলা ছয় ম্যাচের পাঁচটিতেই শুরুর ১০ ওভারে একটির বেশি উইকেট নিতে পারেননি টাইগার বোলাররা। কেবল নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে পাওয়ার প্লে’র শুরুর ১০ ওভারে একাধিক উইকেট নেয় বাংলাদেশ। আর টাইগারদের এমন পরিসংখ্যান ভাবাচ্ছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুকেও।
ভারতের বিপক্ষে ম্যাচ সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদীন বলেন, ‘আমাদের শুরুতে উইকেট নিতে হবে। তাদের (ভারত) দুই ওপেনারকে ক্রিজে মানিয়ে নেয়ার সুযোগ দেয়া যাবে না। কারণ তারা ক্রিজে থিতু হয়ে গেলে ভিত্তি গড়ে দেবে এবং বাকি ব্যাটসম্যানরা শেষের দিকে বিস্ফোরক হয়ে উঠবে।  আর তেমন হলে আমাদের জন্য ম্যাচটা অনেক কঠিন হয়ে যাবে।’
এবারের বিশ্বকাপের আগে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে বল হাতে শুরুটা খারাপ ছিল না বাংলাদেশের। গত ২৮শে মে কার্ডিফে প্রস্তুতি ম্যাচের শুরুতেই ভারতীয় ওপেনার শিখর ধাওয়ানের উইকেট তুলে নিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। পরে তার গতি ও সুইংয়ে ক্রিজে ভোগান্তিতে রাখেন ভারতের দুই ব্যাটিং স্তম্ভ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। যদিও ওই ম্যাচে প্রাথমিক ধাক্কা সামলে শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ থেমেছিল ৩৫৯ রানে। বিশ্বকাপে বল হাতে মোস্তাফিজুর রহমানের ধারাবাহিকতার প্রশ্নে ভাবনার অবকাশ রয়েছে টাইগার সমর্থকদের। আসরে ৬ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। কিন্তু ৬.৭০ ইকোনমি গড় নিয়ে আসরের অন্যতম খরুচে বোলার তিনি। ঝুলিতে ১০ উইকেট রয়েছে বাংলাদেশের অপর পেসার মোহাম্মদ সাইফুদ্দিনের। তবে তার ইকোনমি রেট ৬.৬৯। আর সবচেয়ে খারাপ অবস্থা মাশরাফি বিন মুর্তজার। ৬ ম্যাচে ৪৪ ওভার বল করে ৬.৩৪ ইকোনমি গড়ে এ টাইগার পেসারের শিকার মাত্র এক উইকেট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর