× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতকে পেলেই জ্বলে ওঠেন মোস্তাফিজ

বাংলাদেশ কর্নার

স্পোর্টস রিপোর্টার
৩ জুলাই ২০১৯, বুধবার

বিশ্বকাপে আগের ম্যাচগুলোতে মোটামুটি ভালো বোলিং করেছেন মোস্তাফিজুর রহমান। বিধ্বংসী না হলেও উইকেট পেয়েছেন প্রতি ম্যাচেই। তবে সেরাটা বোধহয় ভারত ম্যাচের জন্য জমা করে রেখেছিলেন ‘কাটার মাস্টার’ খ্যাত এই বাঁহাতি পেসার। গতকাল এজবাস্টনে বিরাট কোহলির দলের বিপক্ষে ১০ ওভারের স্পেলে এক মেডেনসহ ৫৯ রানে ৫ উইকেট নেন মোস্তাফিজ। বাংলাদেশের প্রথম পেসার হিসেবে বিশ্বকাপে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখালেন তিনি। সবমিলিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ৫৩ ম্যাচে চতুর্থবারের মতো ইনিংসে ৫ উইকেট নিলেন মোস্তাফিজুর রহমান।
মোস্তাফিজের ওয়ানডে ক্যারিয়ারের শুরুটা হয়েছিল এই ভারতের বিপক্ষেই। ২০১৫’র ১৮ই জুন মিরপুরে অভিষেক ম্যাচে ভারতকে একেবারে গুঁড়িয়ে দেন মোস্তাফিজ। ৯.২ ওভারে এক মেডেনসহ ৫০ রানে তুলে নেন ৫ উইকেট।
দ্বিতীয় ম্যাচেও মোস্তাফিজের কাটারে কাটা পড়ে ভারতীয় ব্যাটসম্যানরা। ৪৩ রানে মোস্তাফিজের শিকার ৬ উইকেট। যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারসেরা বোলিং ফিগার। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে মোস্তাফিজ সারা ফেলেন ক্রিকেট বিশ্বে। ভারতের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে নিয়েছিলেন ২ উইকেট। তাতে তিন ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি উইকেট নেয়া বোলারের রেকর্ডটি নিজের করে নেন মোস্তাফিজ। তৃতীয়বারের মতো পাঁচ উইকেট পেতে ২ বছর আর ৯ ইনিংস অপেক্ষা করতে হয় মোস্তাফিজকে। ২০১৭ সালে ডাম্বুলায় শ্রীলঙ্কার বিপক্ষে ৮.১ ওভারে ৫৬ রানে ৫ উইকেট নিয়ে বাংলাদেশকে জেতান তিনি। এরপরের ৪১ ইনিংসে চারবার ৩ উইকেট ও তিনবার ৪ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। কিন্তু ৫ উইকেটের দেখা আর পাচ্ছিলেন না। অবশেষে প্রিয় প্রতিপক্ষ ভারতের বিপক্ষে এসে চতুর্থবারের মতো পেলেন ৫ উইকেট। ওয়ানডে ক্যারিয়ারে ৫৩ ম্যাচে মোস্তাফিজের শিকার ৯৮ উইকেট। এর মধ্যে ভারতের বিপক্ষে ৭ ম্যাচেই ২০ উইকেট নিয়েছেন মোস্তাফিজ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর