× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

মোস্তাফিজের চাই ২ উইকেট

বাংলাদেশ কর্নার

বিশ্বকাপ ডেস্ক
৪ জুলাই ২০১৯, বৃহস্পতিবার

১০ ওভার ৫৯ রান ৫ উইকেট। এটি বাংলাদেশের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে মোস্তাফিজুর রহমানের বোলিং স্পেল। ওয়ানডে’র ৫৩ ম্যাচের ক্যারিয়ারে এই মোস্তাফিজের ৪র্থ বার ৫ উইকেট শিকার।

আর এই ৫ উইকেটে ভর করে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় ৬ নম্বরে আছেন মোস্তাফিজ।

৮ ম্যাচে ২৪ উইকেট নিয়ে এই তালিকায় শীর্ষে অজি পেসার মিচেল স্টার্ক। ২ নম্বরে নিউজিল্যান্ডের পেসার লুকি ফার্গুসন। তিনি নিয়েছেন ৭ ম্যাচে ১৭ উইকেট। ৭ ম্যাচে ১৬ উইকেট নিয়ে তৃতীয় স্থানে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমির। তরুণ ইংলিশ পেসার জোফরা আর্চার আছেন চারে।
তারও শিকার ৮ ম্যাচে ১৬ উইকেট। ৫ নম্বরে আছেন ইংলিশ পেসার মার্ক উড। তিনি পেয়েছেন ১৬ উইকেট। আর ৭ ম্যাচে ১৫ উইকেট পাওয়া মোস্তাফিজ আছেন তালিকার ৬ নম্বরে।

আগামীকাল শুক্রবার বিশ্বকাপের নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। কাটার মাস্টারের সুযোগ থাকছে তালিকার উপরে উঠে যাবার। সেই সঙ্গে মোস্তাফিজের চাই ২ উইকেট। ২ জন ব্যাটসম্যানকে কাবু করতে পারলেই হয়ে যাবেন ওয়ানডে ক্রিকেটে ১০০ উইকেটের মালিক।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর