× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

হেড টু হেড হলে পাকিস্তান সেমিফাইনাল খেলতো: মিকি আর্থার

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০১৯, রবিবার

নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট নিয়েও সেমিফাইনালে যেতে পারলো না পাকিস্তান। নেট রানরেটের হিসাব নিকাশে রাউন্ড রবিন লীগ থেকেই বাড়ি ফিরছে সরফরাজ বাহিনী। নেট রানরেট না দেখে যদি ‘হেড টু হেড’ বিবেচনা করা হতো তাহলে পাকিস্তান সেমিফাইনাল খেলতো। আর একারণে হতাশ পাকিস্তানের কোচ মিকি আর্থার। তিনি বলেন, ‘আইসিসি নেট রান রেটের বদলে হেড টু হেড রেকর্ডকে বিবেচনা করলে আজ আমরা সেমিফাইনালে পৌঁছে যেতাম। আমার মনে হয় এদিকে একটু নজর দেয়া উচিৎ।’ বিশ্বকাপের মতো আসরে আগে ম্যাচ জয়ের সংখ্যা তারপর হেড টু হেডকে প্রাধান্য দেয়া উচিত বলে মনে করেন আর্থার। তিনি বলেন, ‘ম্যাচ জয়ের সংখ্যা তারপর হেড টু হেডকে প্রাধান্য দেয়া উচিত ছিল এবং সবশেষে তিনটি দলের পয়েন্ট সমান হলে সেক্ষেত্রে নেট রান রেটের হিসাব দেখা যেতে পরে।’ টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার পর পাকিস্তান কোচ বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন বাজেভাবে হারই তাদের রান রেটে অনেকটা পিছিয়ে দিয়েছে। ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো এক কথায় অসম্ভব।
তাই পরের ম্যাচে ইংল্যান্ডের মতো হেভিওয়েট দলকে হারিয়ে মোমেন্টাম ফিরে পেলেও নেট রান রেটের লড়াইয়ে ফেরা সম্ভব হয়নি।

যা খুবই হতাশার।’ পাশাপাশি ভারতের বিরুদ্ধে ম্যাচের পর প্রবল সমালোচিত সরফরাজকে এদিন প্রশংসায় ভাসান পাকিস্তান কোচ। তিনি বলেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচের পর যেভাবে ও নিজেকে শান্ত রেখে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে তা এককথায় অনবদ্য। ভারতের বিরুদ্ধে ম্যাচ হারের পর বাকি টুর্নামেন্টে সরফরাজ অনেক বেশি প্রতিজ্ঞাবদ্ধ ছিল। অধিনায়ক হিসেবে ড্রেসিংরুমে বাকিদের উজ্জীবিত করতো সে।’ ভারতের বিপক্ষে হারের পর টানা চার ম্যাচে জয় পায় পাকিস্তান। দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের বিপক্ষে জয় পায় তারা। কিন্তু রান রেটে পিছিয়ে পরে আসর থেকে ছিটকে যায় সরফরাজ বাহিনী। কিন্তু গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে হারানোয় হেড টু হেড নির্ণায়ক হলে ফলাফল যেত পাকিস্তানের পক্ষে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর