× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন মালিক

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৭ জুলাই ২০১৯, রবিবার

ঘোষণা দিয়ে রেখেছিলেন আগেই। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ শেষে আন্তর্জাতিক ওয়ানডেকে বিদায় বলে দিলেন শোয়েব মালিক। বাংলাদেশের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে জয় পেলেও সেমিফাইনালে খেলার স্বপ্ন ভেস্তে গেছে পাকিস্তানের। আর বাংলাদেশের বিপক্ষে যেহেতু একাদশে ছিলেন না এই পাক অলরাউন্ডার তাতে, ভারতের বিপক্ষের ম্যাচটি শোয়েব মালিকের ওয়ানডে ক্যারিয়ারের শেষ ম্যাচ হয়ে থাকলো। বাংলাদেশের বিপক্ষে জয়ের পর আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের ইতি টানলেন মালিক। ম্যাচ শেষে ৩৭ বছর বয়সী এই পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘বিশ্বকাপের আগেই আমি আমার অবসরের বিষয়টি স্পষ্ট করেছিলাম। আজ বিশ্বকাপে দলের শেষ ম্যাচ ছিল এবং আমি ওয়ানডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। খারাপ লাগছে যে ফরমেটকে একসময় সবচেয়ে বেশি ভালোবাসতাম আজ সেই ফরমেট থেকেই অবসর নিচ্ছি।
তবে পরিবারকে আগের চেয়ে অনেক বেশি সময় দিতে পারবো, এই ভেবে আমি খুশি। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটেও অনেক বেশি মনোনিবেশ করতে পারবো।’
৫০ ওভারের ক্রিকেটকে বিদায় জানালেও টি-টোয়েন্টি চালিয়ে যাবেন দেশের হয়ে ২৮৭টি ওয়ানডে খেলা অভিজ্ঞ এই ক্রিকেটার। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলতে দেখা যেতে পারে তাকে। দেশের হয়ে ২৮৭টি ওয়ানডে ম্যাচে ৭৫৩৪ রান ও ১৫৮টি উইকেটের শিকারি শোয়েব মালিকের চলতি বিশ্বকাপে সুযোগ পাওয়া নিয়ে আলোচনা কম হয়নি। এরপর টুর্নামেন্টে তার বাজে পারফর্ম্যান্স নিয়েও। চলতি বিশ্বকাপে দুই ম্যাচে রানের খাতা খোলার আগেই ফিরেছেন সাজঘরে। ৩ ম্যাচ থেকে ১টি উইকেটসহ সব মিলিয়ে মালিকের সংগ্রহ মাত্র ৮ রান। বিদায় বেলায় আবেগঘন মুহূর্তে অভিমান নিয়ে মালিক বলেন, ‘দলের স্বার্থে ব্যাটিং অর্ডারে যখন যেখানে প্রয়োজন সেখানে ব্যাট করেছি। কিন্তু চলতি বিশ্বকাপে দু’টো খারাপ পারফর্মেন্স দিয়ে আমাকে বিচার করা হলো এই ভেবে কিছুটা খারাপ লাগছে।’
শোয়েব মালিকের অবসর নিয়ে টুইট করেছেন তার স্ত্রী ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। টুইটে তিনি লেখেন, ‘প্রত্যেকটি গল্পের শেষ থাকে। কিন্তু জীবনে শেষ মানেই নতুন কিছুর শুরু। মালিক তুমি ২০ বছর তোমার দেশের জন্য গর্বের সঙ্গে খেলেছো। এটা সত্যিই সম্মানের। আমিও তোমার সবকিছু, সব অর্জন নিয়ে গর্ব করি।’

এক নজরে
নাম: শোয়েব মালিক
ব্যাটিং: ডানহাতি ব্যাটসম্যান
বোলিং: ডানহাতি অফব্রেক বোলার
অভিষেক:     টেস্ট-২০০১ (বাংলাদেশের বিপক্ষে), অবসর-২০১৫ (ইংল্যান্ডের বিপক্ষে) ওয়ানডে-১৯৯৯ (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে), অবসর-২০১৯ (ভারতের বিপক্ষে)
ফরমেট    ম্যাচ    রান    সর্বোচ্চ    গড়     ১০০/৫০
টেস্ট    ৩৫    ১৮৯৮    ২৪৫    ৩৫.১৪    ৩/৮
ওয়ানডে    ২৮৭    ৭৫৮৩    ১৪৩    ৩৪.৫৫    ৯/৪৪
উইকেট    সেরা        ইকো.     ৪/৫
টেস্ট    ৩৫    ৩২    ৭/৫৯    ৩.৬৩    ২/০
ওয়ানডে    ২৮৭    ১৫৮    ৪/১৯    ৪.৬৬    ১/০
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর