× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

আগের ১১ বিশ্বকাপে যা হয়নি

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বিশ্বকাপ ডেস্ক
৭ জুলাই ২০১৯, রবিবার

২০০৩ বিশ্বকাপে লিটল মাস্টার শচিন টেন্ডুলকার  করেছিলেন ৬৭৩ রান। আর ২০০৭ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ওপেনার ম্যাথু হেইডেন করেছিলেন ৬৫৯ রান। এর আগে হয়ে যাওয়া বিশ্বকাপের ১১ আসরে ৬০০’র অধিক রান করেছিলেন মাত্র এই দুজন। এবার ১২ তম বিশ্বকাপ- ইংল্যান্ড ও ওয়েলস ২০১৯ বিশ্বকাপের আসরেই ৬০০’র অধিক রান করেছেন ৩ ব্যাটসম্যান। এখনো বিশ্বকাপে বাকী রয়েছে ৩ ম্যাচ।

প্রথম রাউন্ডের খেলা শেষে সবার উপরে রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৮ ইনিংস খেলে করেছেন ৬৪৭ রান। দ্বিতীয় অবস্থানে আরেক ওপেনার অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। ৯ ইনিংস খেলে করেছেন ৬৩৮ রান।
আর তৃতীয় অবস্থানে রয়েছেন টাইগার সাকিব আল হাসান। তিনি ৮ ইনিংসে ২ শতক আর ৩ অর্ধ শতকে করেছেন ৬০৬ রান।

আর এই তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে থাকা অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও ইংলিশ ব্যাটসম্যান জো রুটের সামনে রয়েছে ৬০০ রান করবার সুযোগ। এজন্য ফিঞ্চকে করতে হবে ৯৩ আর রুটকে করতে হবে ১০০ রান। সেমির এক ম্যাচের পাশাপাশি ফাইনালে নাম লেখালে দু’ম্যাচ খেলার সুযোগ পাবেন তারা।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর