× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রোহিতের ব্যাটিং দেখে শেখা উচিত: করুণারত্নে

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৮ জুলাই ২০১৯, সোমবার

ভারতীয় ওপেনার রোহিত শর্মার কাছ থেকে লঙ্কানদের ব্যাটিং শিখতে বললেন অধিনায়ক দিমুথ করুণারত্নে। ভারতের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ৭ উইকেটে হারের পর এ কথা বলেন করুণারত্নে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘রোহিত ব্যাটিং করতে নামে, এবং বড় স্কোর করে। সবাই এমনটাই চাই। সে দুর্দান্ত ব্যাটসম্যান। রোহিত জানে তার কী করতে হবে। সে তরুণদের জন্য আদর্শ। তার থেকে অনেক কিছু শেখার আছে।
লঙ্কান ব্যাটসম্যানদের উচিত মনোযোগ দিয়ে রোহিত শর্মার ব্যাটিং দেখা এবং তার থেকে শেখা।’
হেডিংলিতে আগে ব্যাট করতে নেমে অ্যাঞ্জেলো ম্যাথিউসের সেঞ্চুরিতে ২৬৪ রানের পুঁজি পায় লঙ্কানরা। ব্যাট হাতে ১২৮ বলে ১১৩ রানে ইনিংস খেলেন ম্যাথিউস। আর লাহিরু থিরিমান্নের ব্যাট থেকে আসে ৫৩ রান। এ নিয়ে লঙ্কান অধিনায়ক বলেন, ‘আমরা ২৬৪ রান তুলতে পেরেছি। শুরুতেই আমরা উইকেট হারিয়েছি। ভালো শুরু করেতে পারিনি। অ্যাঞ্জেলো আর থিরিমান্নে ভালো একটা জুটি গড়ে। তারা দুজনই দুর্দান্ত ব্যাটিং করেছে। ’
এদিন বিশ্বকাপের শেষ ম্যাচটি খেলে ফেললেন লঙ্কান গতি তারকা লাসিথ মালিঙ্গা। তার বিদায় নিয়ে করুণারত্নে বলেন, ‘শ্রীলঙ্কার ক্রিকেটে মালিঙ্গার অভাব সব সময় অনুভব করবে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে সে একজন দারুণ বোলার। সে দুর্দান্ত বোলার। সবারই ক্যারিয়ার একদিন শেষ হয়। এখন আমাদের নতুন একজনকে খুঁজে বের করতে হবে।’
বিশ্বকাপ নিয়ে করুণারত্নে বলেন, ‘আমাদের ভাবতে হবে যে বিশ্বকাপে আমরা কী কী ভুল করেছি। নির্বাচকদের সঙ্গে কথা বলতে হবে। এবং হাই-পারফরমেন্স সেন্টার থেকে নতুন প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে হবে। পরবর্তী বিশ্বকাপ আরো চার বছর পর, এটা যথেষ্ট সময়।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর