× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ছিটকে পড়লেন খাজা

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস ডেস্ক
৯ জুলাই ২০১৯, মঙ্গলবার

শন মার্শের পর বিশ্বকাপ থেকে ছিটকে পড়লেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান উসমান খাজা। রাউন্ড রবিন লীগের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান অস্ট্রেলিয়ার পাকিস্তানি বংশোদ্ভূত এ ব্যাটসম্যান। স্ক্যানিংয়ের পর জানানো হয়, ইংল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানের। বিশ্বকাপ শেষ হয়ে গেছে তার। খাজার বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার। খাজাকে তিন থেকে চার সপ্তাহ মাঠে বাইরে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। খাজার বদলি হিসেবে দলে ডাকা হয়েছে ম্যাথিউ ওয়েডকে। খাজার ইনজুরি নিয়ে অজি কোচ ল্যাঙ্গার বলেন, ‘খাজা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছে।
তার সম্ভাবত তিন থেকে চার সপ্তাহের জন্য বিশ্রামে থাকতে হবে। তাতে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না খাজার। শন মার্শের মতোই তার জন্য দুঃখ হচ্ছে। সেও বিশ্বকাপ  সেমিফাইনাল খেলতে পারছে না।’
খাজার বদলি হিসেবে দলে নেয়া হয়েছে ম্যাথিউ ওয়েডকে। বর্তমানে অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড সফরে আছেন তিনি। আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেবেন ওয়েড।
শনিবার ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাটিং করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান উসমান খাজা। মাত্র ৫ বল খেলেই রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। যদিও শেষে ফের ব্যাট করতে নামেন খাজা। শেষপর্যন্ত ১৪ বলে ১৮ রান করে কাগিসো রাবাদার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ।
একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় চোট পান মার্কাস স্টইনিস। ফিল্ডিংয়ে বল ছুঁড়ে মারার সময় ডান পার্শ্বের পেশিতে টান পড়ে তারা। তিন ওভারের বেশি বল করতে পারেননি তিনি। তাকে নিয়ে চূড়ান্ত কোনও ঘোষণা না এলেও তার বদলি হিসেবে মিচেল মার্শকে প্রস্তুত রাখা হয়েছে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর