ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

বিশ্বের দশম ও দ্বিতীয় ভারতীয় ধোনি

বিশ্বকাপ ডেস্ক

২০১৯-০৭-০৯

মহেন্দ্র সিং ধোনি। বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক। ৩৮ বছর বয়সী এই উইকেট রক্ষক ব্যাটসম্যান নাম লেখালেন আরেক মাইলফলকে।

চলতি বিশ্বকাপে প্রথম সেমিতে মুখোমুখি ভারত-নিউজিল্যান্ড। আর এই ম্যাচ দিয়ে নিজের ৩৫০ তম ম্যাচে খেলছেন তিনি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসের ১০ম ক্রিকেটার হিসেবে ৩৫০তম ম্যাচ খেলতে নেমেছেন ধোনি। আর ভারতীয়দের মাঝে দ্বিতীয় ক্রিকেটার।

ধোনির আগে শুধুমাত্র ৩৫০ ম্যাচ খেলেছিলেন ভারতীয় ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকার। শচীন খেলেন ৪৬৩টি ওয়ানডে। যা ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ।

ক্যাপ্টেন কুল খ্যাত ধোনি ১৫ বছরের ওয়ানডে ক্যারিয়ারে করেছেন ১০ হাজার ৭ শ’ ২৩ রান। সর্বোচ্চ ১৮৩। ব্যাটিং গড় ৫০.৫৮। আছে ১০টি শতক ও ৭২টি অর্ধশতক।
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2025
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status