× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

নাসের হোসেনকে বের করে দিলেন গার্ড

ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

স্পোর্টস রিপোর্টার, বার্মিংহাম থেকে
১২ জুলাই ২০১৯, শুক্রবার

আইসিসির কড়া নির্দেশে অ্যাক্রিডিটেশন কার্ড ছাড়া প্রবেশ নিষেধ। কার্ড ছাড়া স্টেডিয়ামের অভ্যন্তরে কেউ প্রবেশ করতে পারবেন না। প্রতিটি নিরাপত্তাকর্মীর কাছে এমনই বার্তা। তাই তারাও বেশ তৎপর। সেই নিয়মের শিকার হলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হোসেন। তার দল যখন বার্মিংহামের এজবাস্টন স্টেডিয়ামে বোলিংয়ে অস্ট্রেলিয়াকে নাজেহাল করে ছাড়ছে। তখনই কমেন্ট্রি বক্স থেকে দ্রুত ডাইনিংয়ে এলেন তিনি। দ্রুত খেয়েই চলে যাবে আবার দলের সঙ্গে উত্তেজনায় যোগ দিতে।
এসে হাতে খাবারের প্লেটও তুলে নেন। কিন্তু বেচারা নিজের অ্যাক্রিডিটেশন কার্ডটি রেখে এসেছেলিলেন ব্লেজারের পকেটে। তাতেই বাইরে দাঁড়িয়ে থাকা ২২ বছর বয়সী তরুণ গার্ড কামাল ছুটে এলেন। প্রথমেই প্রশ্ন করলেন, ‘স্যার আপনার কার্ড দেখতে পারি?’ নাসের হোসেন তখন ব্যস্ত হয়ে গেলেন কার্ড খুঁজতে। দুই পকেটে যখন কার্ডটি না পেয়ে অসহায়ের মতো তাকিয়ে রইলেন। গার্ড তখন গম্ভীর গলাতে বলেন, ‘সরি স্যার, আপনি এখান থেকে চলে যান, কার্ড ছাড়া আপনাকে আমি এখানে থাকতে দিতে পারবো না।’ কিছুটা অবাক হলেও নিয়ম মানেন ইংলিশরা। নাসের হোসেন বলেন, ‘সরি ভুল হয়েছে। আমি কার্ড নিয়ে আসছি।’ তবে ইংলিশ ভদ্র লোক মনে হয় বেশ অপমানিত বোধ করেছেন। আর খেতেই আসেননি তিনি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর