× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

ট্রান্সফার: কোন তারকা কোন দলে?

খেলা

স্পোর্টস ডেস্ক
১৩ জুলাই ২০১৯, শনিবার


জমে উঠেছে গ্রীস্মের দলবদল। ইতিমধ্যেই বেশ কয়েকজন নামিদামি তারকা দল পরিবর্তন করেছেন। ক্লাব পাল্টানোর চেষ্টায় আছেন আরও অনেকে। দেখে নেয়া যাক এবার দল পরিবর্তন করেছেন যারা:
রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার থিও হার্নান্দেজ ফ্রি ট্রান্সফারে এবার এসি মিলানে যোগ দিয়েছেন। সেভিয়া ছেড়ে সার্জিও রেগুলিন লোনে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদে। তরুণ মিডফিল্ডার ফিলিপেকে পোর্তোর কাছ থেকে ২০ মিলিয়নে কিনে নিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর্সেনালের তারকা গোলকিপার ডেভিড অসপিনা ২৫ মিলিয়নে নাপোলিতে যোগ দিয়েছেন। বার্সেলোনা তাদের দীর্ঘদিনের গোলকিপার জেসপার সিলেসনকে ৩৫ মিলিয়নে ভ্যালেন্সিয়ার কাছে বিক্রি করে দিয়েছে।


অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে ৬০ মিলিয়নে ম্যানচেস্টার সিটির কাছে বিক্রি করে দিয়েছে। পিএসজি ছেড়ে জিয়াইনলুজি বুফন ১ বছরের চুক্তিতে ফের জুভেন্টাসে যোগ দিয়েছেন। আন্দ্রে হেরেইরাকে ৬০ মিলিয়নে পিএসজির কাছে বিক্রি করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। বেনফিকা তাদের পর্তুগিজ স্ট্রাইকার জোয়াও ফেলিক্সকে ১২৬ মিলিয়নে অ্যাটলেটিকো ম্রাদের কাছে বিক্রি করে দিয়েছে। তরুণ মিডফিল্ডার পাবলো সারাবিয়া সেভিয়া ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন। লুকাস হার্নান্দেজকে ৮০ মিলিয়নে বায়ার্ন মিউনিখের কাছে বিক্রি করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আয়াক্স আমস্টারডাম থেকে ৭৫ মিলিয়নে প্রাঙ্কি ডি জংকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। তরুণ ব্রাজিলিয়ান এডার মিলিতোকে ৫০ মিলিয়নে পোর্তো থেকে কিনেছে রিয়াল মাদ্রিদ। ফারল্যান্ড মেন্ডিকে লিয়ন থেকে ৪৮ মিলিয়নে কিনেছে রিয়াল। লিওনার্দো স্পিনজোলা ৩০ মিলিয়নে জুভেন্টাস ছেড়ে রোমায় যোগ দিয়েছেন। সান্টোস থেকে তরুণ স্ট্রাইকার রদ্রিগোকে ৫৬ মিলিয়নে দলে টেনেছে রিয়াল মাদ্রিদ। ভ্যালেন্সিয়ার গোলকিপার নেতো ৩০ মিলিয়নে বার্সেলোনায় যোগ দিয়েছেন।

থরগান হ্যাজার্ড ৪০ মিলিয়নে মনশেন গ্লাডবাখ থেকে বুরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছেন। চেলসি থেকে এডেন হ্যাজার্ডকে ১০০ মিলিয়নে কিনে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ড্যানি ইনগস ২০ মিলিয়নে লিভারপুল থেকে সাউদাম্পটনে যোগ দিয়েছেন। রাউল জিমিনেজ বেনফিকা ছেড়ে উলভারহ্যাম্পটনে যোগ দিয়েছেন। লুকা জভিচ বেনফিকা ছেড়ে ফ্রাঙ্কফুটে চলে গেছেন। মাতেও কোভাসিচ রিয়াল মাদ্রিদ ছেড়ে ৩৫ মিলিয়নে চেলসিতে যোগ দিয়েছেন। মার্কাস লরেন্তকে অ্য্যাতলেটিকো মাদ্রিদের কাছে বিক্রি করে দিয়েছে রিয়াল মাদ্রিদ। জিওভানি লো সেলসো পিএসজি ছেড়ে রিয়াল বেটিসে যোগ দিয়েছেন। কসটাস মানালস রোমা ছেড়ে নাপোলিতে যোগ দিয়েছেন ৪০ মিলিয়নে। বেঞ্জমিন পাভার্ড ৪৫ মিলিয়নে যোগ দিয়েছেন বায়ার্ন মিউনিখে। ডেনিস সুয়ারেজ ১৪ মিলিয়নে বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছেন সেল্টা ভিগোতে। দিয়াগো গোডিন ১০ বছর পর অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে ইন্টার মিলানে যোগ দিয়েছেন। আদ্রিয়েন রাবিও ফ্রি ট্রান্সফারে পিএসজি ছেড়ে যোগ দিয়েছেন জুভেন্টাসে। অ্যারন র‌্যামসি ৪০ মিলিয়নে আর্সেনাল ছেড়ে জুভেন্টাসে যোগ দিয়েছেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর