× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ফাইনাল হবে লো স্কোরিং!

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৯, রবিবার

৪০০ রান তো বটেই ৫০০ রানও দেখা যেতে পারে এবারের বিশ্বকাপে- আসর শুরুর আগে অনেকের মুখেই শোনা গিয়েছিল এমন কথা। কিন্তু ফাইনাল পর্যন্ত কোনো দলই চারশ’ ছুতে পারেনি। উল্টো টুর্নামেন্টের মাঝপথ থেকে প্রায় ম্যাচই হয়েছে লো স্কোরিং। সেমিফাইনালেও তাই। আর ইংল্যান্ড দলের অধিনায়ক এউইন মরগান বলেছেন, ‘এটা (লর্ডস) কোনো হাইস্কোরিং গ্রাউন্ড নয়। কাজেই আমার মনে হয় ম্যাচটিতে কম রান হবে।’
লর্ডসে কোনো দলই এখন পর্যন্ত ওয়ানডেতে সাড়ে তিনশ’ রান তুলতে পারেনি। আর বিশ্বকাপের ইতিহাস বলছে এখন পর্যন্ত কেবল একটি ফাইনালেই দলীয় সংগ্রহ তিনশ’ পেরিয়েছে। দক্ষিণ আফ্রিকায় আয়োজিত ২০০৩ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে ৩৫৯/২ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।
রাউন্ড রবিন লীগে নিউজিল্যান্ডকে সহজেই হারিয়েছিল ইংল্যান্ড। কিন্তু লর্ডসে কিউইরা মোটেও সহজ প্রতিপক্ষ নয় তাদের জন্য। সেমিতে ২৩৯ রানের পুঁজি নিয়েও ভারতের মতো শক্তিধর দলকে হারিয়ে ফাইনালে এসেছে নিউজিল্যান্ড। লর্ডসের উইকেট তাদের পেসারদের জন্য একেবারে আদর্শ হবে। আর এই মাঠে ইংল্যান্ডের বিপক্ষে অতীতে কখনো হারেনি কিউইরা। এর আগে ৪ ম্যাচের ৩টিতেই জিতেছে নিউজিল্যান্ড। একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর