× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৬ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রয়কে কেন নিষিদ্ধ করা হলো না- কাওয়ানের প্রশ্ন

খেলা

স্পোর্টস ডেস্ক
১৪ জুলাই ২০১৯, রবিবার

বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জেতার হাতছানি ইংল্যান্ডের সামনে। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা জয়ের মিশনে মাঠে নামবে ইংলিশরা। বিশ্বকাপের এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে নিষিদ্ধ হতে পারতেন ইংল্যান্ডের ইনফর্ম ব্যাটসম্যান জেসন রয়। আম্পায়ারকে মাঠে গালি দেয়ার পরও শুধু জরিমানাতেই পার পেয়ে গেছেন এই ইংলিশ ব্যাটসম্যান। আর  ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার (আইসিসি) এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান এডওয়ার্ড কাওয়ান। জেসন রয়কে ‘ব্যাড বয়’ খেতাব  দিয়ে কাওয়ান বলেন রয় যা করেছে তা একেবারেই অসম্মানজনক। সাবেক এই অজি তারকা বলেন, ‘রয় মাঠে যে আচরণ করেছে তাতে কমপক্ষে এক ম্যাচ নিষিদ্ধ করা উচিত ছিল।
আমার মনে হয় সে (রয়) অনেক বেশি ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবল দেখে!’
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্যাট কামিন্সের বলে পুল খেলার চেষ্টা করেন রয়।
কিন্তু বল সোজা উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির গ্লাভসে জমা পড়ে। অজি ক্রিকেটারদের আবেদনে সাড়া দিয়ে আম্পায়ার কুমার ধর্মসেনা আউটের সিদ্ধান্ত দেন। প্রথমে রয় রিভিউ চান, কিন্তু ইংল্যান্ডের রিভিউ কাটা পড়েছিল আগেই। পরে আম্পায়ারকে লেখার অযোগ্য ভাষায় গালি দেন জেসন রয়। এবং উইকেট ছেড়ে যেতে অস্বীকার করেন। পরে রয়ের বিরুদ্ধে লেভেল ১ অভিযোগ এনে ম্যাচ ফির ৩০ শতাংশ কর্তন করা হয়। এবং ২ ডিমেরিট পয়েন্ট যোগ হয় তার নামের পাশে। খেলার মাঠে এমন আচরণ দেখেননি উল্লেখ করে এড কাওয়ান বলেন, ‘আমি কখনই ক্রিকেট মাঠে এমনটা দেখিনি। মাঠের মাঝে দাঁড়িয়ে তুমি (রয়) এমনটা করতে পারো না। এটা সত্যিই অসম্মানজনক। তুমি আম্পায়ারের সঙ্গে এরকম আচরণ করতে পারো না।’
এবারের বিশ্বকাপে আম্পায়ারের সিদ্ধান্তে শুধু অসন্তুষ্টি প্রকাশ করায় দুইবার জরিমানা ও দুই ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট। আর ম্যাচে অশালীন কথা বলায় এক ডিমেরিট পয়েন্ট পান অস্ট্রেলিয়ান লেগ স্পিনার অ্যাডাম জাম্পা। ২০১১ সালে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হয় এডওয়ার্ড কাওয়ানের। ক্যারিয়ারে ১৮ টেস্টে ১০০১ রান সংগ্রহ এই অজি ব্যাটসম্যানের। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেন কাওয়ান।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর