× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাতের ভূমিকার স্বীকৃতি দেয়ার সুপারিশ

দেশ বিদেশ

অর্থনৈতিক রিপোর্টার
১৪ জুলাই ২০১৯, রবিবার

 টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নের ক্ষেত্রে দেশের বেসরকারি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এসডিজি ছাড়াও বেসরকারি খাতের এনজিও, নাগরিক সংগঠন, গণমাধ্যম এবং ব্যক্তিখাত জাতীয় উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখছে। এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে যথাযথ নীতি নির্ধারন, অভীষ্ট বাস্তবায়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে কাজ করছে বেসরকারি খাতের প্রতিষ্ঠানসমূহ। সরকারের উচিত হবে, এসকল অবদানের যথাযথ স্বীকৃতি প্রদান করে বৃহত্তর পরিসরে বেসরকারি খাতের ভূমিকা রাখার সুযোগ প্রদান করা।
বাংলাদেশ সময় অনুযায়ী গত শুক্রবার নিউ ইয়র্কে এক সংলাপ থেকে এ সুপারিশ উঠে আসে। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ, সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি), কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, অক্সফাম ইন্টারন্যাশনাল এবং দ্যা হাঙ্গার প্রজেক্ট যৌথভাবে এ সংলাপটি আয়োজন করে। ‘এসডিজি আলোচনায় এক অস্পষ্ট ধারণাঃ দক্ষিণাঞ্চলের বেসরকারি খাতের অবদান’ শীর্ষক এ সংলাপটি কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড-এর নিউইয়র্ক অফিসে অনুষ্ঠিত হয়।
এ মাসে জাতিসংঘের হাই-লেভেল পলিটিক্যাল ফোরামের চলমান অধিবেশন বা এইচএলপিএফ ২০১৯ সামনে রেখে এ সংলাপটি আয়োজিত হয়।
বাংলাদেশের মত দক্ষিণাঞ্চলের দেশ সমূহে এসডিজি বাস্তবায়নে বেসরকারি খাত কেমন ভূমিকা রাখছে এবং যথাযথ স্বীকৃতি পাচ্ছে কিনা তা নির্ধারণ করাই ছিল এ সংলাপের মূল উদ্দেশ্য। সিপিডি’র সিনিয়র রিসার্চ ফেলো জনাব তৌফিকুল ইসলাম খান এ সংলাপে একটি সূচনা প্রতিবেদন উপস্থাপন করেন। নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সিপিডি’র সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য সংলাপে সভাপতিত্ব করেন।
মো. ইসরাফিল আলম, এমপি, এ সংলাপে সম্মানিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নে বেসরকারি খাত সব সময়ই গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছে, এসডিজি বাস্তবায়নেও এর ব্যতিক্রম হচ্ছে না। বাংলাদেশ সরকার বেসরকারি খাতের অবদান রাখার সুযোগ ও যথাযথ স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে যথেষ্ট আন্তরিক।
সভাপতির বক্তব্যে ড. দেবপ্রিয় বলেন, উন্নয়ন কাঠামোতে বেসরকারি খাতের ভূমিকা ও তাদের যথাযথ স্বীকৃতি নিয়ে নীতি-নির্ধারণী পর্যায় থেকে শুরু করে উন্নয়ন সহযোগীদের মাঝেও পরিষ্কার ধারণার অভাব আছে। এসডিজি বাস্তবায়ন প্রক্রিয়ার চতুর্থ বছর চলছে। এই বৈশ্বিক উন্নয়ন এজেন্ডায় বেসরকারি খাতের ভূমিকা কিভাবে আরো কার্যকর করা যায় এবং তার যথাযথ স্বীকৃতি প্রদান নিয়ে আলোচনার এখনই উপযুক্ত সময়।
জাকির হোসেন, প্রধান নির্বাহী, নাগরিক উদ্যোগ, নাজমুল হাসান, ম্যানেজার, একশনএইড বাংলাদেশ, সামিয়া আফরিন, প্রকল্প পরিচালক, নারীপক্ষ, সৈয়দ সাইফুল হক, চেয়ারম্যান, ওয়ার্ব ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, সংলাপে বাংলাদেশ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। সংলাপে আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, এশিয়া, ইউরোপ, উত্তরম আমেরিকার বিভিন্ন দেশের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর