× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

রায় বাস্তবায়নের দাবিতে শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মানববন্ধন

বাংলারজমিন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, সোমবার

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন  রেজি নং-বি-৭৭) সম্পর্কিত চট্টগ্রামস্থ ২য় শ্রম আদালত এর আদেশ অবিলম্বে চূড়ান্ত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন এর গঠনতান্ত্রিকভাবে ২৯তম নির্বাচনে নির্বাচিত আইনানুগ বিদ্যমান কমিটি। এতে সিলেট বিভাগের ৪ জেলার সাত ভ্যালির চা শ্রমিক নেতৃবৃন্দরা অংশ নেয়। রোববার বিকেল ৩টায় ঘণ্টাব্যাপী উপজেলার সাতগাঁও ইউনিয়নের লছনা বাজারে অনুষ্ঠিত এ মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক পরিমল সিং বাড়াইক, অর্থসম্পাদক সীতারাম অলমিক, সাংগঠনিক সম্পাদক সুজন মুন্ডা ও আবুল হোসেন। উল্লেখ্য, ২০১৩ সালের ২৩শে সেপ্টেম্বর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বেলগাঁও চাবাগানের চান্দপুরের চা শ্রমিক মো.আবুল হোসেন চট্টগ্রামের চেয়ারম্যানের কার্যালয় ২য় শ্রম আদালতে আই,আর মামলা নং-২৩/২০১৩ ১ পক্ষ হয়ে শ্রম পরিচালক, শ্রম পরিদপ্তরসহ অপর ১১ জনকে ২য় পক্ষ করে মামলা দায়ের করেন। এ মামলাটি শ্রম আইন, ২০০৬ এর ২১৩ ধারা একটি মোকদ্দমা। এ মামলায় তিনি ২০০৮ সালের ২রা নভেম্বর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৭৭) এর নির্বাচন, ফলাফল এবং এই বছরের ২৪শে নভেম্বর গঠিত এডহক কমিটি এবং ২০১২ সালের ৩০শে অক্টোবর গঠিত ৩২ সদস্যের কমিটি বেআইনী অকার্যকর মর্মে ঘোষণার আদেশ প্রার্থনা করেন। এর ফলশ্রুতিতে ২য় শ্রম আদালতের বিচারক জেলা ও দায়রা জজ সুলতান মাহমুদ ৩০শে জানুয়ারি এই আর আর মোকদ্দমা প্রতিপক্ষের বিরুদ্ধে একতরফাসূত্রে মঞ্জুর ক্রমে ২রা নভেম্বর ২০০৮ তারিখে অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (রেজি নং-৭৭) এর নির্বাচন ও ফলাফল ও ২৪ নভেম্বর ২০০৯ তারিখে গঠিত এডহক কমিটি এবং ৩০শে অক্টোবর ২০১২ তারিখে গঠিত ৩২ সদস্যের কমিটি বেআইনি ও অকার্যকর মর্মে ঘোষণা করেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর