× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

সুন্দরবনে ফাঁদসহ ২ হরিণ শিকারী আটক

বাংলারজমিন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
১৫ জুলাই ২০১৯, সোমবার

সুন্দরবনের পশ্চিম বনবিভাগ সাতক্ষীরা রেঞ্জে নদীতে মাছ ধরার অনুমতি নিয়ে গোপনে ফাঁদ পেতে হরিণ শিকারের সময় দুই চোরা শিকারীকে হাতেনাতে আটক করেছেন সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। গতকাল ভোর ৬টার দিকে গহিন সুন্দরবনে ৫৭নং কম্পার্টমেন্টের আওতায় চালিতাবুনিয়া খাল এলাকা থেকে ওই দুই শিকারীকে আটক করা হয়। আটক দুই শিকারী হলো- শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সিংহড়তলী গ্রামের আইয়ুব আলী গাজীর ছেলে রহিম ও একই গ্রামের রফিকুল ইসলাম গাজীর ছেলে সুমন। কদমতলা বন স্টেশন কর্মকর্তা এসও নুর আলম জানান, কদমতলা বন অফিস হতে সপ্তাহখানেক আগে ওই দুই জেলে মাছ ধরার অনুমতি নেয়। কিন্তু তারা ফাঁদ পেতে হরিণ শিকার করছে এমন খবর গোপনে জানতে পেরে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দু’টি নৌকা, ১৪টি হরিণ শিকারের ফাঁদ ও জালসহ দুই চোরা শিকারীকে আটক করা হয়।
বন আইনে শিকারীদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে ওসি নূর আলম জানান।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর