× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

গাড়ির স্ট্যান্ডে ইভটিজিং / ফুঁসে উঠছেন মৌলভীবাজারবাসী

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে
১৫ জুলাই ২০১৯, সোমবার

নিরাপদ শৈশব রক্তমাখা আজ। একজন পুরুষ পারে আগামীকালের সম্ভাব্য ইভটিজিং বা ধর্ষণ ঠেকাতে। ধর্ষণ ও ইভটিজিংকে না বলুন। এমন নানা প্রতিবাদী স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে অংশ নেন মৌলভীবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। গতকাল দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস)-এর উদ্যোগে মৌলভীবাজারের বিভিন্ন গাড়িস্ট্যান্ড ঘিরে ইভটিজিং আতঙ্ক, দেশব্যাপী ধর্ষণ, যৌন হয়রানি ও প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব-এর সভাপতিত্বে ও মহাসচিব মিজানুর রহমান রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি খালেদ চৌধুরী, জেলা যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্কের সভাপতি ও হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম। বক্তব্য রাখেন কেএম আকলু, শেখ মো. কামরুল হাসান, ফয়সল মনসুর, নাফিজ ইমতিয়াজ চৌধুরী, আহমদ আলী সায়েম, মারুফ রহমান, রাফসান রাজা জাওয়াদ, তামিমুল ইসলাম, মো. সোহান হোসাইন হেলাল, মো. সাইফুর রহমান চৌধুরী, মো. নাজমুল হোসাইন, সাদেকুর রহমান রাসেল, বোরহান উদ্দিন রোপক, আশরাফুল খান রুহেল, দুলাল হোসেন জুমান, সিরাজুল হাসান, এম জুনেদ আহমদ, ফয়েজ আহমদ, সোহেল আহমদ, সাইদুল ইসলাম রিমন, শাহ উমর আলী, গোবিন্দ দেব মিত্র, শাহরিয়ার খান সাকিব, আরেফিন মামুন, আব্দাল হোসেন প্রমুখ।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর