× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

বাউন্ডারি গণনার নিয়মটা মানতে পারছেন না উইলিয়ামসন

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৯, সোমবার

টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেও ছোঁয়া হলো না স্বপ্নের বিশ্বকাপ শিরোপা। উত্তেজনাপূর্ণ ম্যাচে সুপার ওভারের অদ্ভুত নিয়মে শিরোপা বঞ্চিত হলো নিউজিল্যান্ড। সুপার ওভারে টাই করেও বাউন্ডারি গণনায় হেরে যায় কেন উইলিয়ামসনের দল। ইংল্যান্ডের বিপক্ষে এমন হার ঠিক মানতে পারছেন না কিউই অধিনায়ক উইলিয়ামসন। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তারা (ইংল্যান্ড) কীভাবে জয় পেল, বাউন্ডারি গণনায়? দুই দলই কঠোর পরিশ্রম করেছে জয়ের জন্য। কিন্তু এ হার হজম করতে কষ্ট হচ্ছে।’

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সুপার ওভারের নিয়ম নিয়ে উইলিয়ামসন বলেন, ‘আপনি যখন আগে ব্যাটিং করবেন, তখন ম্যাচ টাই হবে, বেশি বাউন্ডারি খেলতে হবে- এমন চিন্তা করে কেউ খেলে না। বাউন্ডারি গণনার ব্যাপারটা আমিও জানতাম না। তার পরও আমরা বাউন্ডারিতে পিছিয়ে ছিলাম।
হ্যা এটা সত্যি কষ্টের।’
নির্ধারিত ৫০ ওভারের ম্যাচ ও সুপার ওভার মিলিয়ে দু’বারই টাই করে উইলিয়ামসনের দল। প্রথমে ম্যাচে ২৪২ রানের লক্ষ্যে দিয়ে ২৪১ রানের মধ্যে গুটিয়ে দেয় ইংলিশদের। পরে সুপার ওভারে ১৫ রানের লক্ষ্যে ব্যাট করে ১৫ রান তুলে কিউইরা। এনিয়ে উইলিয়ামসন বলেন, ‘সত্যিই এটা পুড়াচ্ছে। আমরা কঠোর পরিশ্রম করেছি। ফাইনালে জয়ের জন্য আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছিলাম।’ ইতিহাসে প্রথমবারের মতো শিরোপ জিতলো ইংল্যান্ড। ৪৪ বছরের অপেক্ষা কাটিয়ে শেষ পর্যন্ত স্বপ্নের বিশ্বকাপটা ঘরে তুললো ইংল্যান্ড। এ নিয়ে উইলিয়ামসন বলেন, ইংল্যান্ড বিশ্বকাপ জয়ে দাবি রাখে। বিশ্বকাপটা তাদের সামনেই ছিল, তারা জিতেছে। ব্যাপারটা এমনই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর