× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ম্যারাডোনার ‘ঈশ্বরের হাত’, স্টোকসের ‘ঈশ্বরের ব্যাট’!

খেলা

স্পোর্টস ডেস্ক
১৫ জুলাই ২০১৯, সোমবার

১৯৮৬ ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল দিয়েছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা। পরবর্তীতে যেটি ‘হ্যান্ড অফ গড’ নামে বিখ্যাত হয়। রোববার ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের উত্তেজনাকর ফাইনালের শেষ ওভারে ইংল্যান্ডের বেন স্টোকসের ব্যাটে থ্রো বল লেগে বাউন্ডারি হয়। যা ম্যাচের ভাগ্য নির্ধারণে অনেকটাই ভূমিকা রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এই থ্রো রান নিয়ে চলছে বিস্তর আলোচনা। কেউ বলছেন, ইংল্যান্ডকে অতিরিক্ত ৪ রান দেয়া ঠিক হয়নি। কেউবা অন্য কিছু দেখছেন। তারা মনে করেন, স্টোকসের ব্যাট সৌভাগ্য বয়ে এনেছে ইংল্যান্ডের জন্য।
আর তারা এই ব্যাটকে ম্যারাডোনার ‘হ্যান্ড অফ গড’র সঙ্গে তুলনা দিয়ে বলছেন ‘ব্যাট অফ গড’!

৮৬’র বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ওই গোল দিয়ে ম্যারাডোনা অবশ্য বলেছিলেন, ‘কিছুটা আমার হাত দিয়ে আর বাকিটা ঈশ্বরের।’ তবে স্টোকস তেমন কিছু বলেননি। দৌড়ে দ্বিতীয় রান পূর্ণ করার সময় ঝাঁপ দিয়েছিলেন স্টোকস। মার্টিন গাপটিলের করা থ্রো দৈবক্রমে তার ব্যাটে লেগে বাউন্ডারি হয়ে যায়। সঙ্গে সঙ্গেই ক্ষমা চেয়েছিলেন স্টোকস। ম্যাচ শেষেও বলেন, ‘এজন্য উইলিয়ামসনের কাছে সারাজীবন ক্ষমা চাইবো আমি।’
ওদিকে কেন উইলিয়ামসনও স্টোকসের কোনো দোষ দেখছেন না। তিনি বলেন, ‘এটা লজ্জার যে ওর ব্যাটে থ্রো লেগে বাউন্ডারি হলো। কিন্তু ব্যাপারটা খেলারই অংশ। আমি চাইবো ভবিষ্যতে যেন ক্রিকেটে এমন ঘটনা আর না ঘটে।’   
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর