× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

পুরনো সিআরটি বদলে নতুন টিভি দিচ্ছে ওয়ালটন

দেশ বিদেশ

অর্থনৈতিক রিপোর্টার
১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার

 টেলিভিশন গ্রাহকদের জন্য সারা দেশে ‘এক্সচেঞ্জ অফার’ শুরু করেছে বাংলাদেশী মাল্টিন্যাশনাল ব্র্যান্ড ওয়ালটন। এর আওতায় যে কোনো ব্র্র্যান্ডের সচল বা অচল সিআরটি (ক্যাথড রে টিভি) টিভি বদলে এলইডি, স্মাট নতুন টিভি দিচ্ছে তারা। ওয়ালটন টিভি মার্কেটিং বিভাগের ইনচার্জ মারুফ হাসান জানান, গ্রাহকরা যে কোনো শোরুমে পুরনো সিআরটি টিভি জমা দিয়ে তার পরিবর্তে ১০,৯০০ টাকা মূল্যের ওয়ালটনের ৫০৮ মিমি (ডঝঊ২০ইঢ৬/ ডঊ১-ইঢ২০-জঞ২০০) নতুন এলইডি টিভি মাত্র ৮,৯০০ টাকায়, ১১,৯৯০ টাকা মূল্যের ওয়ালটনের ৬১০ মিমি (ড২৪উ১৯) এলইডি টিভি মাত্র ৯,৯০০ টাকায় এবং ১৬,৫০০ টাকা মূল্যের ৮১৩ মিমি (ড৩২ছ২০) এলইডি টিভি ১৩,৬০০ টাকায় কিনতে পারবেন। এছাড়া ২১,৯০০ টাকা মূল্যের ৮১৩ মিমি (ডঊ৪-উঐ৩২-ইঢ২২০/ ডঊ৪-উঐ৩২-ইণ২২০) স্মার্ট টিভি কিনতে পারবেন ১৮,৯০০ টাকায়। ওয়ালটনের নির্বাহী পরিচালক উদয় হাকিম বলেন, চলতি দশকে টেলিভিশন প্রযুক্তিতে এসেছে আমূল পরিবর্তন। সিআরটি টিভির তুলনায় ঝকঝকে ছবি, জোরালো শব্দ এবং চোখের ক্ষতি না হওয়ায় টেলিভিশন ক্রেতাদের কাছে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে এলইডি টিভি। জনপ্রিয়তা পাচ্ছে ইন্টারনেট ভিত্তিক স্মার্ট টিভি। প্রযুক্তির এই সুফল সকল শ্রেণি, পেশার মানুষের কাছে পৌঁছে দেয়ার লক্ষ্যেই টিভি এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছে ওয়ালটন।
এদিকে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে ওয়ালটন টিভি কিনে রেজিস্ট্রেশন করলে ক্রেতারা প্রত্যেক ঘণ্টায় নতুন ফ্রিজ পেতে পারেন।


অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর