× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

বাচ্চাদের খেলতে বারণ করলেন নিশাম!

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার

টানা দুটি বিশ্বকাপ ফাইনাল হারের দুঃখ। গতবারেরটা না হয় মানা যায়। কিন্তু এবারেরটা? ফাইনাল টাই হওয়ার পর সুপার ওভারও টাই হলো। অবশেষে বাউন্ডারির হিসাবে পিছিয়ে থাকায় ইংল্যান্ডের কাছে শিরোপা খোয়ালো নিউজিল্যান্ড। তবে চরম হতাশার মুহূর্তেও মজা করলেন কিউই অলরাউন্ডার জিমি নিশাম। ম্যাচের পর নিশামের টুইট, ‘বাচ্চারা খেলাধুলা থেকে দূরে থাকো। ৬০ বছর বয়সে হাতে পানীয় নিয়ে মোটা শরীর আর সুখী অবস্থায় মৃত্যু বরণ করো।’ ফাইনালে ৩ উইকেট নেন নিউজিল্যান্ডের এ পেস অলরাউন্ডার। এর মধ্যে এক ওভারেই ২ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি।
এরপর সুপার ওভারে ১৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৫ বলে এক ছক্কায় ১৩ রান করেন নিশাম। শেষ বলে ২ রানের প্রয়োজন ছিল। তখন তিনি ছিলেন ননস্ট্রাইকিং প্রান্তে। মার্টিন গাপটিল ১ রানের বেশি নিতে পারেননি। এভাবে হারটা খুব পোড়াচ্ছে নিশামকে। আরেক টুইটে নিশাম লেখেন, ‘হয়তো এমন একটা সময় আসবে যখন আমি ম্যাচটার শেষ আধ-ঘণ্টা ভুলে যাবো।’
২০১৭ সালের শেষ দিকে পেশাদার ক্রিকেট ছেড়ে দেন জিমি নিশাম। নিউজিল্যান্ডের একটি প্রতিষ্ঠানের কমিউনিকেশন বসের দায়িত্ব পালন করতে থাকেন। তবে খুব বেশিদিন নয়। ওই পেশায় মন না বসায় আবার ক্রিকেটে ফেরেন নিশাম। এরপর থেকে নিয়মিত খেলে যাচ্ছেন। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডের অন্যতম সেরা পারফরমার তিনি। ১০ ম্যাচে ৩৩.১৪ গড়ে ২৩২ রান ও ১৯.৪৬ গড়ে ১৫ উইকেট শিকার তার।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর