× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

শেখ জামালকে আবারো হারালো সাইফ

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার

দুই গোল হজমের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরলো শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ প্রিমিয়ার লীগের দ্বিতীয় পর্বেও সাইফ স্পোর্টিংয়ের কাছে হেরেছে তারা। ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে গতকাল পাঁচ গোলের ম্যাচে ৩-২ ব্যবধানে জিতেছে সাইফ স্পোর্টিং ক্লাব। প্রথম পর্বে শেখ জামালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। এদিন ম্যাচের তৃতীয় মিনিটে দেইনের আন্দ্রেস করদোবার বাড়ানা বল প্লেসিং শটে জালে জড়িয়ে সাইফকে এগিয়ে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেসসান্দ্রো সেলিন। আগের দুই ম্যাচে ড্র করা সাইফ ব্যবধান দ্বিগুণ করে ৩০তম মিনিটে। কর্দমাক্ত মাঠে এক খেলোয়াড়ের শট পোস্টে লেগে থেমে যায়; দ্রুত দৌড়ে গিয়ে বুলেট গতির শটে জাল খুঁজে নেন কলম্বিয়ার ফরোয়ার্ড করদোবা।
ম্যাচে ফিরতে মরিয়া শেখ জামালের ভালো একটি সুযোগ নষ্ট হয় ৫৩তম মিনিটে।
সতীর্থের ক্রসে এমিল সাম্বু পা ছোঁয়ানোর পর বল ক্রসবারে লেগে ফিরে। তিন মিনিট পর বাঁ দিক দিয়ে আক্রমণে ওঠা শাখাওয়াত হোসেন রনি কোনাকুনি শটে শেখ জামালকে ম্যাচে ফেরান। ৫৮তম মিনিটে এবু কান্তের ক্রস বুক দিয়ে নামিয়ে নিখুঁত শটে সমতাও ফেরান জাতীয় দলের এই ফরোয়ার্ড। ৭৩তম মিনিটে করদোবার ছোট করে বাড়ানো বল ধরে কিছুটা এগিয়ে দুই ডিফেন্ডারের ফাঁক গলে দারুণ শটে সাইফকে ফের এগিয়ে নেন সেলিনের বদলি নামা রহিম উদ্দিন। বাকিটা সময় এ গোল ধরে রেখে লীগে ১২তম জয় নিয়ে মাঠ ছাড়ে সাইফ। এ জয়ে ২০ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে সাইফ। ২১ ম্যাচে নবম হারের স্বাদ পাওয়া শেখ জামালের পয়েন্ট ২৪।
আজকের খেলা
রহমতগঞ্জ : টিম বিজেএমসি (বিকাল ৪টা)
আবাহনী : মোহামেডান (সন্ধ্যা সাতটা)
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা
নোফেল : শেখ রাসেল (বিকাল ৪টা)
শেখ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী
বসুন্ধরা কিংস : ব্রাদার্স (বিকাল ৪টা)
শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী
মুক্তিযোদ্ধা : আরামবাগ (বিকাল ৪টা)
শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম , গোপালগঞ্জ
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর