× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

ক্রিকেটে এমন উৎসব দেখেনি ‘ইংল্যান্ড’

ইংল্যান্ড থেকে

স্পোর্টস রিপোর্টার, ইংল্যান্ড থেকে
১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার

ইংল্যান্ড জিততেই লর্ডসের গ্যালারিতে দৌড়ে এলেন ইংলিশ এক দর্শক। হ্যান্ডশেক করে জড়িয়ে ধরলেন। এরপর এমন ঘটনা ঘটালেন আরো কয়েকজন। মাঠ থেকে বের হয়ে রেল স্টেশন যেতে যেতে কেউ এসে খুশিতে জড়িয়ে ধরছেন কেউ বা চিৎকার করে হাত মেলাচ্ছেন। সবার কণ্ঠে প্রায় একই সুর- ‘এ কেমন জয়! এ কেমন ম্যাচ। এমন জয় আগে দেখিনি।’ আবেগে যেন থর থর করে কাঁপছিলেন ইংলিশ ক্রিকেটভক্তরা। গ্যালারিজুড়ে একই স্লোগান, ‘উই উইন’ ‘উই উইন’।
সারা ম্যাচে নিউজিল্যান্ডের পক্ষ নেয়া ভারতীয় ব্রিটিশরাও যোগ দিয়েছেন সেই উল্লাসে।
রাস্তায় গিটার বাজিয়ে বাজিয়ে চলছে গান। চলছে উদ্দাম নৃত্য। এতদিন প্রায় প্রতিটি পাবে ফুটবলের দখল ছিল সেখানে গতকাল শুধু ক্রিকেট, ক্রিকেট আর ক্রিকেট। ইংলিশদের ক্রিকেট উৎসব মাঠ ছাড়িয়ে যে রাস্তায় আসতে পারে তা বিশ্বকাপ চলাকালে এক বিন্দুও ধারণা ছিলনা। শুধু কি তাই! সংবাদ সম্মেলনে ট্রফি হাতে হাজির হয়েছেন খোদ ইংলিশ অধিনায়ক এইউন মরগ্যান। যা দেখে আইসিসি’র নির্দেশনা ভেঙে ঝাঁপিয়ে পড়েন সংবাদকর্মীরা। নিয়ম মেনে চলা ইংলিশদের এই আবেগ সত্যি দেখেনি বিশ্ব। দেখবেই বা কীভাবে? ক্রিকেটের জন্মভূমি হলেও শ্রেষ্ঠত্বের ট্রফি যে ছিলনা তাদের হাতে। রানি-রাজা থাকলেও ছিলনা রাজমুকুট। লর্ডসের বেলকনিতে কোনো ইংলিশ অধিনায়ক যে দাঁড়াতে পারেননি ট্রফি হাতে। সেই স্বপ্ন সত্যি হওয়ায় যেন ভেঙে যায় আবেগের বাঁধ। আর জয়টা যদি রূপকথার মত হয় তাহলে তো কথাই নেই।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর