× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৮ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৯ শওয়াল ১৪৪৫ হিঃ

‘আল্লাহ আমাদের সঙ্গে ছিলেন’

ইংল্যান্ড থেকে

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার

এবার আর শিরোপাবঞ্চিত হয়নি ক্রিকেটের জনক ইংল্যান্ড। এর আগে ফাইনালে তিনবার ব্যর্থ হওয়ার পর চতুর্থবার ‘শিরোপা সুধা’ পান করলো ইংলিশরা। এই জয়ে মহান আল্লাহ ইংলিশদের পাশে ছিলেন, বললেন ইংল্যান্ড অধিনয়ক এউইন মরগান। বিশ্বকাপের দ্বাদশ ও নিজেদের প্রথম শিরোপা জয়ের পর মরগান বলেন, ‘আমি আদিল রশিদের সঙ্গে কথা বলছিলাম। সে আমাকে বললো, চিন্তার কোনো কারণ নেই। আল্লাহ অবশ্যই আমাদের সঙ্গে আছেন। আসলে এটাই ইংল্যান্ড। নানা ধর্ম-বর্ণ, বিভিন্ন সংস্কৃতি সব মিলিয়েই আমাদের দল।’
রোববার লর্ডসে রোমাঞ্চ ছড়িয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ফাইনাল ম্যাচ।
ম্যাচের শেষ ওভারে থ্রিলার। ম্যাচ টাই হওয়ায় সুপার ওভার। নাটকীয়তায় ভরপুর এক ফাইনাল ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। এ ম্যাচ নিয়ে মরগান বলেন, ‘ম্যাচটিতে কী ছিল না? আমি উইলিয়ামসনের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি। তারা যে লড়াই করেছে তা সত্যিই প্রশংসনীয়। আর আজ (রোববার) সত্যি ক্রীড়ার জন্য বড় একটা দিন। আজ উইম্বলডনের ফাইনাল, সিলভারস্টোন জিপি ও ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল একসঙ্গে।’
২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নেয় ইংল্যান্ড। এরপর দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড ক্রিকেট দল। দুর্দান্তভাবে নিজেদের প্রস্তুত করেছে এবং ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে নিজেদের নিয়ে গেছে শীর্ষে। ২০১৫ থেকে ২০১৯- এ নিয়ে মরগান বলেন, ‘এটা আমাদের লম্বা সফর ছিল। আমরা এই সফরে নিজেদের উন্নতি করেছি, বিশেষ করে শেষ দুই বছর। শেষ পর্যন্ত আমরা শিরোপা জিতেছি, বিশ্বসেরা হয়েছি। মাঠে খেলোয়াড়রা দুর্দান্ত ছিল। নিজেদের অভিজ্ঞতা কাজে লাগিয়েছি। দলের প্রয়োজনে সবাই নিজেদের নিংড়ে দিয়েছে।’
সুপার ওভার নিয়ে মারগান বলেন, ‘শিরোপাটা উঁচিয়ে তুলতে পারাটা সত্যি আনন্দের। স্টোকস ক্লান্ত ছিল না তাই বাটলারের সঙ্গে তাকে পাঠানো হয়েছিল। এ দুজনকে কৃতিত্ব দিতে হয়। বল হাতে জফরা আর্চারকেও কৃতিত্ব দিতে হয়। মনে হচ্ছে এ মুহূর্তে পুরো বিশ্ব আমার হাতে।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর