× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কূটনৈতিক অঙ্গনে বড় পরিবর্তন আসছে

শেষের পাতা

মিজানুর রহমান
১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার

বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তন আসছে। বিশেষ করে পররাষ্ট্র সচিব এবং বিশেষায়িত মেরিটাইম এফেয়ার্স ইউনিটের সচিব ছাড়া মন্ত্রণালয়ের বাকি সব সচিব ও অতিরিক্ত সচিবের পদে রদবদল আনতে যাচ্ছে সরকার। দ্রুততম সময়ের মধ্যেই এটি দৃশ্যমান হবে-এমন আভাস মিলেছে। সূত্র মতে, সরকারের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা এবং নির্দেশনার প্রেক্ষিতেই তাৎপর্যপূর্ণ ওই পরিবর্তন আনা হচ্ছে। একাধিক কূটনৈতিক সূত্র বলছে, এর মধ্যে কার্যকর পরিবর্তন দেখা যাবে চীনে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে। দীর্ঘ সময় ধরে  ওই পদে থাকা সচিব পদ মর্যাদার কর্মকর্তা ফজলুল করিমকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। অনেক দিন ধরে এ নিয়ে গুঞ্জন চলছিল। যদিও সম্প্রতি ঢাকা-বেইজিং সম্পর্ক ‘কৌশলগত অংশীদারিত্বে’ উন্নীত হয়েছে তার আমলেই।
সমালোচনা রয়েছে- সম্পর্ক বাড়ানোর ওই প্রক্রিয়ায় বেইজিংস্থ বাংলাদেশ দূতাবাসের কাছে যতটা প্রত্যাশা ছিল সেই তুলনায় ফল এসেছে সামান্য। চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঢাকা সফর এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর সফল করতে দেশটির প্রতিনিধিদের অনেকটাই সরাসরি যোগাযোগ ছিল তেজগাঁও এবং সেগুনবাগিচার সঙ্গে। সমালোচকরা এখানে বেইজিং এবং দিল্লিস্থ বাংলাদেশ মিশনের কার্যক্রমের তুলনা করছেন। তাদের মতে, দিল্লির সঙ্গে সম্পর্কে হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলীর ভূমিকা দৃশ্যমান। সাউথ ব্লকের সঙ্গে তার যোগাযোগে ঢাকা সন্তুষ্ট বলে এবারও তার মেয়াদ বাড়ানোর বিষয়ে ইতিবাচক নীতি নির্ধারকরা। সূত্র মতে, চীনে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ পেতে পারেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দেখভালের দায়িত্বপ্রাপ্ত সচিব মাহবুবুজ্জামান। নীতি নির্ধারণী মহলের গ্রীণ সিগন্যাল পাওয়ার পর বেইজিংয়ের কাছে তার এগ্রিমো পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সম্পর্ক এবং কনস্যুলার দেখভালের দায়িত্বপ্রাপ্ত সচিব কামরুল আহসানকে ব্রাসেলসে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি পররাষ্ট্র সচিব হওয়ার দৌড়ে ছিলেন। কিন্তু ওই পদে এখনই পরিবর্তন না আনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে তাকে বেলজিয়াম তথা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে যোগাযোগের মত গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হচ্ছে। ব্রাসেলসে দীর্ঘ সময়ে দায়িত্ব পালনকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা রাষ্ট্রদূত শাহাদাৎ হোসেনকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। উল্লেখ্য, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনকে ঢাকায় ফিরিয়ে আরও বড় দায়িত্ব দেয়ার একটি প্রস্তাব ছিল। কিন্তু এখনই সেটি হচ্ছে না বলে সূত্র ধারণা দিয়েছে। সূত্র মতে, অতিরিক্ত সচিব পদমর্যাদায় মন্ত্রণালয়ের নব গঠিত বাণিজ্য ও বিনিয়োগ অনুবিভাগের প্রধান খলিলুর রহমান দীর্ঘ ছুটিতে যাচ্ছেন। তার ছুটি এরইমধ্যে মন্ত্রী অনুমোদন করেছেন। ফলে ওই পদেও নতুন মুখ আসছে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর