× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

শেষ বলে মুশফিককে মনে পড়েছিলো স্টোকসের

খেলা

স্পোর্টস ডেস্ক
১৬ জুলাই ২০১৯, মঙ্গলবার

শ্বাসরুদ্ধকর বিশ্বকাপ ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুললো ইংল্যান্ড। ২৪২ রানের লক্ষ্যে ব্যাট করে শেষ ওভারের থ্রিলারে ২৪১ রান করে ম্যাচ টাই করে ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। ম্যাচের শেষ দুই বলে জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রান। সে মুহূর্তে মাঠে দাড়িয়ে টাইগার উইকেটরক্ষক মুশফিকুর রহিমের কথা মনে পড়েছিল বেন স্টোকসের। ম্যাচ শেষে তিনি বলেন, ‘শেষ বলের আগে আমার টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের ম্যাচের কথা মনে পড়ছিলো।’

২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে রোমাঞ্চ ছড়িয়েছিল। ম্যাচের শেষ তিন বলে প্রয়োজন ছিলো দুই রানের। কিন্তু হার্দিক পান্ডিয়ার ওভারের চতুর্থ বলে শিখর ধাওয়ানের হাতে ক্যাচ তুলে দেন মুশফিকুর রহিম। পরের বলে মাহমুদুল্লাহ রিয়াদ এসে ক্যাচ তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে।
শেষ বলে মোস্তাফিজুর রহমান রান আউট হলে নিশ্চিত জেতা ম্যাচটা হেরে বসে বাংলাদেশ। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষেও শেষ দুই বলে ইংল্যান্ডের জয়ের জন্য দরকার ৩ রান। সে পরিস্থিতি নিয়ে স্টোকস বলেন, ‘তখন আমি ছক্কা হাঁকিয়ে হিরো হওয়ার চেষ্ট করিনি। চাইছিলাম এক রান নিয়ে সুপার ওভার পর্যন্ত নিতে। তখন আবেগ অনেক বেশি কাজ করছিলো।’

ব্যাট হাতে ফাইনালে ৯৮ বলে ৮৪ রানের ইনিংস খেলেন বেন স্টোকস। সুপার ওভারেও তিন বলে ৮ রান করেন তিনি। দুর্দান্ত ব্যাটিং নৈপূর্ণে ম্যাচ সেরাও হয়েছে এই ইংলিশ অলরাউন্ডার। বিশ্বকাপ জয় নিয়ে স্টোকস বলেন, ‘সত্যি এটি অবিশ্বাস্য একটি অনুভ’তি। সেটা এখনো আছে। আজকে এবং গতকালের যে অনুভ’তি, সেটা আমার সারাজীবন ধরে রাখবো। আমরা যা জিততে চেয়েছি তা পেরেছি। আমরা গত চার বছরে যে পরিশ্রম করেছি তার জন্য ফাইনাল খেলাটা আমাদের প্রাপ্য। অবশ্যই যদি আমরা কাপটা না জিততাম তাহলে হাতাশ হতাম।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর