× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

ভারতে আবারো তাইজুল ভেলকি

খেলা

স্পোর্টস রিপোর্টার
১৭ জুলাই ২০১৯, বুধবার

ভারতের মিনি রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করেছিলেন তাইজুল ইসালাম। তাইজুল ভেলকি দেখা গেল দ্বিতীয় ম্যাচেও। গতকাল বিসিবি একাদশের হয়ে ড. ডিওয়াই পাতিল ক্রিকেট একাডেমির বিপক্ষে ৪ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার। অশয় সারদেশাইয়ের অপরাজিত ১১২ রানের দিন শেষে ৮ উইকেটে ৩০০ রান সংগ্রহ করে পাতিল ক্রিকেট একাডেমি। মিনি রঞ্জি ট্রফিতে মুমিনুল হকের নেতৃত্বে খেলছে বিসিবি একাদশ।
দলীয় ২ রানের মাথায় প্রতিপক্ষ শিবিরে আঘাতটা হানেন টাইগার পেসার শহিদুল ইসলাম। উদ্বোধনী ব্যাটসম্যান মানান বোহরাকে নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে  ফেরান শহিদুল। এরপর দৃশ্যপটে আসেন তাইজুল। দলীয় ৪০ রানে আরেক ওপেনার হার্দিক তামোরেকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন তিনি।
দ্বিতীয় সেশন শুরু হওয়ার ৮ ওভারের মধ্যেই আবারো আঘাত হানেন তাইজুল। দলীয় তুলে নেন ৯৮ রানে নওশদ শেখকে। তবে চতুর্থ উইকেটে পাতিল ক্রিকেট একাডেমির হয়ে বড় জুটি গড়েন অশয় সারদেশাই-শুবনাম রঞ্জনে। ওই জুটিও ভাঙেন তাইজুল। দলীয় ১৮৪ রানে ফিফটি করা শুবনামকে ফেরান এই স্পিনার। দিনের ১৫ ওভার শেষ হওয়ার আগেই ২২২ রানে আরো ২ উইকেট হারায় পাতিল ক্রিকেট একাডেমি। অশয়-আমান খানের ঝড়ো ৫০ রানের জুটিতে ফের প্রতিরোধ গড়ে তারা। ৩ চার ও ৪ ছয়ে মাত্র ২৯ বলে ৪৩ রান করে তাসকিন আহমেদের বলে আউট হন আমান। দলীয় ২৯২ রানে দিনের শেষ তথা অষ্টম হারায় পাতিল একাডেমি। এই উইকেটটাও গেছে তাসকিনের পকেটে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর