× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

‘উইকেটরক্ষক হিসেবে ধোনি এখন আর প্রথম পছন্দ না’

খেলা

স্পোর্টস ডেস্ক
১৭ জুলাই ২০১৯, বুধবার

আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহিল ও জসপ্রীত বুমরাহ, সেটা নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এবার ওয়েস্ট ইন্ডিজ সফরের ভারত দলের সঙ্গি হচ্ছেন না উইকেটরক্ষক ও সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত প্রতিবেদনে, বিসিসিআইয়ের সূত্রে জানানো হয়েছে, ‘ধোনি ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না। সামনে এগোতে হবে, দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের বিমানে ওঠছেন না ধোনি। বিদেশ সফরের জন্য ভারতের উইকেটরক্ষক হিসেবে ধোনিকে প্রথম পছন্দের তালিকায় রাখা হচ্ছে না।’

ধোনির অবসরের সময় হয়েছে। বিশ্বকাপে শেষেই ধোনির অবসরের গুঞ্জন ও শোনা যাচ্ছিলো। চলতি বিশ্বকাপে ব্যাট হাতে নিজেকে মেলে ধরতে পারেননি। মন্থর ব্যাটিংয়ের জন্য বেশ সমালোচিত হয়েছেন তিনি।
তবে কবে অবসর নেবেন ‘ক্যপ্টিন কুল’ খ্যাত সাবেক অধিনায়ক ধোনি তা নিশ্চিত নয়। কিন্তু এখন তার বিকল্প খুজতে শুরু করেছে বিসিসিআই। তবে এই বিকল্প খুজতে ধোনিকেই সাহায্য করতে হবে মনে জানান বিসিসিআই। ভারতীয় গণমাধ্যমে বিসিসিআই জানান, ‘ঋষভ পান্তকে ধোনির বিকল্প হিসেবে ভাবা হচ্ছে। এই সফরে উইকেটরক্ষকের দায়িত্বে পান্তকে দেখা যেতে পারে। উইকেটরক্ষকের পালাবদলে ধোনিকেই সাহায্য করতে হবে।’
আগামী মাসের ৩রা আগস্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত। এই সফরকে সামনের রেখে আগামী ১৯শে জুলাই ভারত দল ঘোষণা করবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর