× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

বরগুনায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩

অনলাইন

বরগুনা প্রতিনিধি
(৪ বছর আগে) জুলাই ১৭, ২০১৯, বুধবার, ৬:৩৩ পূর্বাহ্ন

বরগুনার বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে কিশোরীর বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে বামনা থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় নাসির চৌকিদার, আনসার আলী হাওলাদার এবং  দুলাল চৌধুরীকে গ্রেপ্তার করে বামনা থানা পুলিশ। বুধবার বরগুনা আদালতে তাদের প্রেরণ করা হয়।

মামলা ও ঘটনার সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে এই প্রতিবন্ধি কিশোরীকে একা পেয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে অভিযুক্ত সোহাগ। পার্শবর্তী ঘরের লোকজন মেয়েটির চেঁচামেচি শুনে তাকে উদ্ধার করতে গেলে সে পালিয়ে যায়।

নাম প্রকাশ না করার শর্তে এক প্রতিবেশী জানায়, ঘটনার পর সোহাগের বাবা আবদুল্লাহ স্থানীয় গ্রাম পুলিশ নাসির চৌকিদার, প্রতিবেশী মো. আনসার আলী ও দুলাল চৌধুরী কে ২০ হাজার টাকা দেয় ঘটনাটি ধামা চাপা দেওয়ার জন্য। পরে এই টাকা পুরোটাই আত্মসাৎ করে তারা।

প্রতিবন্ধী কিশোরীর পিতা জানায়, তার সংসার চলে ভিক্ষা করে।
ঘটনার দিন সে ও তার স্ত্রী সকালে ঘর থেকে বেড়িয়ে যায় ভিক্ষা করার জন্য। বিকালে বাড়ীতে এসে প্রতিবেশীদের মাধ্যমে বিষয়টি শুনতে পায়। মেয়ে বুদ্ধি প্রতিবন্ধী বিধায় তার উপর ঘটে যাওয়া ঘটনাটি সঠিকভাবে বলতে পারছেনা।

বামনা থানার ওসি মো. মাসুদুজ্জামান বলেন, ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর বাবা বাদী হয়ে ৪ জনকে আসামী করে বামনা থানায় মামলা দায়ের করেছেন। আমরা ৩জন আসামীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছি।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর