× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

কুমিল্লা বোর্ডে সেরা সোনার বাংলা কলেজ

বাংলারজমিন

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার

কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সোনার বাংলা কলেজ সাফল্যের ধারা অব্যহত রেখে এবারও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে কুমিল্লা বোর্ডের সেরা সাফল্য অর্জন করছে। কলেজটি টানা ৮ বার বোর্ডসেরা ফলাফল অর্জন করে সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ কলেজ থেকে ৩৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করেছে। ১০০% পাসের পাশাপাশি ১০৪ জন জিপিএ-৫ পেয়ে এ কলেজের শিক্ষার্থীরা চমকপ্রদ সাফল্যের স্বাক্ষর রেখেছে। বিজ্ঞান বিভাগ থেকে ১০০ জন ছাত্র এবং ৩৯ জন ছাত্রীর মধ্যে যথাক্রমে ৫২ জন এবং ২৭ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৭১ জন ছাত্র এবং ৩৯ জন ছাত্রীর মধ্যে যথাক্রমে ১ জন এবং ৫ জন জিপিএ-৫ পেয়েছে। মানবিক বিভাগে ৫৮ জন ছাত্র এবং ৫৬ জন ছাত্রীর মধ্যে যথাক্রমে ৪ জন এবং ১৫ জন জিপিএ-৫ পেয়েছে। কুমিল্লা শহরের বাইরে বুড়িচং উপজেলার গোবিন্দপুর গ্রামীণ জনপদে বিগত ২০০০ সালে প্রতিষ্ঠিত এ কলেজটি শুরু থেকেই অসাধারণ সাফল্য অর্জন করে আসছে।
শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমেও এ কলেজের শিক্ষার্থীরা জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রেখে আসছে। ধারাবাহিকতাভাবে টানা আটবার বোর্ড সেরা  সাফল্য অর্জনের বিষয়ে কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবু ছালেক মো. সেলিম রেজা সৌরভ বলেন-শৃঙ্খলাবিধির যথাযথ অনুসরণ , আধুনিক ও বিজ্ঞানসম্মত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম এবং শিক্ষা কার্যক্রমের পাশাপাশি নিয়মিত সহশিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে ছাত্র-শিক্ষক এবং অভিভাবকের নিবিড় সংযোগ সর্বোপরি সুযোগ্য গভর্নিং বডির দিক নির্দেশনায় এ ধরনের অসাধারণ ফলাফল অর্জন সম্ভব হয়েছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর