× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১১ মে ২০২৪, শনিবার , ২৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ৩ জিলক্বদ ১৪৪৫ হিঃ

ভাইয়ের মৃত্যুর খবর গোপন রেখেছিলেন জফরা আর্চার!

খেলা

স্পোর্টস ডেস্ক
১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার

পুরো টুর্নামেন্টে বল হাতে গতি ঝরিয়েছেন ইংলিশ বোলার জফরা আর্চার। লর্ডসের মহাকাব্যিক ফাইনালে সুপার ওভারের বল করে স্বপ্নের বিশ্বকাপ জিতিয়েছেন ইংলিশদের। আর এই টুর্নামেন্টে পুরোটা সময় নিজের ব্যক্তিগত শোকের কথা গোপন রাখেন ২৪ বছর বয়সী এই বার্বাডিয়ান। ভাইয়ের মৃত্যু শোক আর্চারকে এতোটুকু কাবু করতে পারেনি। বিশ্বকাপ শেষে বিষয়টি জানালেন জফরার বাবা ফ্রাঙ্ক আর্চার। তিনি বলেন, ‘জফরা আর আশানসিয়ো (চাচাতো ভাই) সমবয়সী। তারা খুব ঘনিষ্ঠও ছিল। মৃত্যুর কয়েক দিন আগেও ওরা মেসেজে কথা বলেছে।
জানি এই খবরে কতটা ভেঙে পড়েছিল জফরা। কিন্তু তার পরেও খেলা চালিয়ে গিয়েছে।’
ঘটনাটি ঘটে ৩১শে মে সন্ধ্যায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের দিন। বার্বাডোজের সেন্ট ফিলিপে নিজের বাড়ির সামনে আততায়ীর গুলিতে নিহত হন আশানসিয়ো ব্ল্যাকম্যান (২৪)। আশানসিয়ো জফরার চাচাতো ভাই। কিন্তু ভাইয়ের মৃত্যুর সংবাদটি জফরা কাউকে জানাতে চাননি। জফরা ভেবেছিল খবরটি জানাজানি হলে বারবার এই নিয়ে কথা হতো। যা ক্রিকেট থেকে তার মনযোগ সরে যেতে পারতো। পুরো টুর্নামেন্টে ভাই হারানোর শোক নিয়ে খেলেছেন। কিন্তু কাউকে বুঝতে দেননি। এনিয়ে জফরার বাবা বলেন, ‘আট বছর বয়স থেকেই ছেলের স্বপ্ন ছিল ইংল্যান্ড দলে খেলার। অনেকেই প্রশ্ন তুলতেন, আমার ছেলে কতটা বৃটিশ তা নিয়ে। কিন্তু বিশ্বকাপে জফরা যে ভাবে খেললো, তাতে ইংল্যান্ডের তরুণরাই অনুপ্রাণিত হবে। এখনও ইংল্যান্ডে ক্রিকেট অভিজাতদের খেলা। জফরার জন্যই হয়তো ইংল্যান্ডে ক্রিকেট জনসাধারণের খেলা হয়ে উঠবে। সেমিফাইনালের পরেই ওকে বলেছিলাম, এখন তোমার সময়। নিজের সেরাটা দেয়ার জন্য কাজ করো। তা হলেই একমাত্র ইংল্যান্ডের ক্রিকেট-নায়করা বুঝতে পারবে তোমার মূল্য।’
সদ্যসমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ে সেরা পাঁচ বোলারের তালিকায় জায়গা করে নিয়েছেন জফরা আর্চার। বল হাতে ১১ ম্যাচে ২০ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন আর্চার। ৮ ম্যাচে সামান ২০ উইকেট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজুর রহমান।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর