× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

রামগঞ্জে প্রধান শিক্ষক লাঞ্ছিত

বাংলারজমিন

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার

রামগঞ্জে স্কুল মেরামতের ২ লাখ টাকা ভাগবাটোয়ারা নিয়ে মধ্য মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেনকে লাঞ্ছিত করেছেন ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. কামাল হোসেন প্রকাশ ওরফে পিচ্চি কামাল। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকালে ৫নং চন্ডিপুর ইউনিয়নের মধ্য মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে। প্রধান শিক্ষক লাঞ্ছিতের খবর উপজেলার সকল শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়লে সর্বত্র চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। এদিকে বিষয়টি সমাধানের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. দৌলতর রহমান দুই পক্ষকে উপজেলা শিক্ষা অফিসে বসার কথা রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার মধ্য মাছিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলতি অর্থ বছরে উপজেলা শিক্ষা অফিস ক্ষুদ্র মেরামতের জন্য ২ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরই সূত্র ধরে প্রধান শিক্ষক কামাল হোসেন ম্যানেজিং কমিটির লোকজনদের সোমবার বিকালে স্কুল অফিস কক্ষে একটি মিটিং আহ্বান করলে সভাপতি পরিকল্পিতভাবে তার নিজের লোকজন নিয়ে স্কুলে প্রবেশ করে। এ সময় মিটিং শুরুর আগেই সভাপতি পিচ্চি কামাল প্রধান শিক্ষককে বরাদ্দকৃত ২ লাখ উত্তোলন করে তার কাছে দিতে বলে। ওই সময় প্রধান শিক্ষক তা দিতে অস্বীকার করায় উপস্থিত সকল শিক্ষক ও ম্যানেজিং কমিটি অন্য সদস্যদের সামনে লাঞ্ছিত করেন। এ বিষয়ে অভিযুক্ত ম্যানেজিং কমিটির সভাপতি পিচ্চি কামাল বলেন, প্রধান শিক্ষককে কোনো লাঞ্ছিত করা হয়ানি।
সভাপতি হিসেবে আমার অনেক দায়িত্ব রয়েছে। শুধু দায়িত্ব পালন করেছি। এলাকাবাসীকে না জানিয়ে প্রধান শিক্ষক গোপনে কাজ করলে যা হবার তাই হয়েছে। তবে প্রধান শিক্ষক আমিন হোসেন জানান, সভাপতি কামাল হোসেন আমার কক্ষে ঢুকেই সকলে সমানে অশ্লীল গালমন্দ করে হেনস্তা করেছেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ জাহাঙ্গীর আলম জানান, সভাপতি কর্তৃক প্রধান শিক্ষককে লাঞ্ছিত ঘটনায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কর্তৃপক্ষকে সভাপতির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য দাবি জানাচ্ছি। উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান জানান, বিষয়টি আমি অবগত হয়েছি। শিগগিরই ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর