× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৪ এপ্রিল ২০২৪, বুধবার , ১১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ শওয়াল ১৪৪৫ হিঃ

সৈয়দপুরে পিতার অভিযোগে পুত্রের কারাদণ্ড

বাংলারজমিন

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার

সৈয়দপুরে গতকাল দুপুরে পিতার অভিযোগের প্রেক্ষিতে মাদকাসক্ত পুত্রকে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ আদেশ দেন সৈয়দপুর সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার। পারিবারিক সূত্রে জানা যায়, শহরের মুন্সি পাড়া এলাকার আবদুর রাজ্জাকের ছেলে আবদুল্লাহ আল মামুন (১৯) দীর্ঘদিন থেকে মাদকসেবনের সঙ্গে জড়িত। তার পরিবার তাকে এপথ থেকে ফেরাতে বারবার চেষ্টা করেছে। কিন্তু কোনো সংশোধন হয়নি। পরিবারের জিনিসপত্র নষ্ট থেকে শুরু করে লোকজনকে নেশার টাকার জন্য মারধর পর্যন্ত করতে থাকে।

 গতকাল সকালে পিতা আবদুর রাজ্জাক উপজেলা সহকারী কমিশনার ভূমি পরিমল কুমার সরকারের কাছে অভিযোগ করে। সহকারী কমিশনার ভূমি থানা পুলিশের সহায়তায় মাদকাসক্ত যুবককে আটক করে এক বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর