× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৬ এপ্রিল ২০২৪, শুক্রবার , ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ শওয়াল ১৪৪৫ হিঃ

শীর্ষে নন্দীগ্রাম মহিলা ডিগ্রি কলেজ

বাংলারজমিন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার

এইচএসসি পরীক্ষায় ফলাফলে পাসের হারে এগিয়ে বগুড়ার নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজ। বুধবার প্রকাশিত ফলাফলে ৬২.০২ শতাংশ পাসের হার নিয়ে উপজেলার প্রথম স্থানে রয়েছে সরকারি মহিলা ডিগ্রি কলেজ। দুপুর ১টায় কলেজ চত্বরে নোটিশ বোর্ডে ফলাফল টাঙিয়ে দেয়া হয়। ফলাফল দেখেই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থীরা। সন্তানরা ভালো ফল করায় অনেক অভিভাবক ও শিক্ষকও শরিক হন সেই আনন্দে। শিক্ষার্থীদের কেউ কেউ ‘ভি চিহ্ন’ দেখিয়ে আবার কেউ সেলফি তুলে আনন্দ করছে। তবে প্রত্যাশিত ফলাফলে অনেকের চোখে ছিল আনন্দাশ্রু। প্রত্যাশিত ফল করতে না পারায় অনেকেই ভেঙে পড়েন কান্নায়।
জানা গেছে, বরাবরের মতো এবারো শীর্ষে রয়েছে সরকারি মহিলা ডিগ্রি কলেজ। এইচএসসি পরীক্ষায় সরকারি মহিলা ডিগ্রি কলেজ থেকে ২৫৮ জনের মধ্যে ১৬০ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ পেয়েছে ২ জন। এদিকে মনসুর হোসেন ডিগ্রি কলেজ থেকে ২৪১ জনের মধ্যে ১২৩ জন শিক্ষার্থী পাস করেছে। জিপিএ পেয়েছে ৩ জন। ফলাফলে ৫১.০৪ শতাংশ পাসের হার। হাটকড়ই ডিগ্রি কলেজ থেকে ১২৭ জনের মধ্যে ৭৬ জন পাস করেছে। সরকারি মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. ওসমান গণি সরকার বলেন, বরাবরের মতো এবারো শীর্ষ হয়েছে সরকারি মহিলা ডিগ্রি কলেজ। প্রতিটি শিক্ষার্থী পড়াশোনায় অনন্য। শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এটি। আশা করছি, ভালো করা শিক্ষার্থীরা সুন্দর মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর