× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

৮ দিন ধরে ঘরের চালে নুর বানু (ভিডিও)

অনলাইন

পিয়াস সরকার, চিলমারী (কুড়িগ্রাম) থেকে
(৪ বছর আগে) জুলাই ১৮, ২০১৯, বৃহস্পতিবার, ১২:২২ অপরাহ্ন

৮ দিন ধরে ঘরের চালে অবস্থান করেছেন নুর বানু। বৃষ্টি ও বন্যার পানিতে ভিজে গেছে সব কাপড়চোপড়। এক কাপড়ইে বসে আছেন তিনি। পরনে ভিজছে, পরনেই শুকাচ্ছে। এই অবস্থায় থাকতে থাকতে তার শরীরের খোস-পচড়া দেখা দিয়েছে। নুর বানু ব্রহ্মপুত্র পাড়ের বজরাদিয়া খাতা গ্রামের মানুষ।

শুধু নুর বানু নয়, তার মতো ওই গ্রামের আরও অনেকের বসবাস এখন ঘরের চাল। কোনরকম চিড়া খেয়ে দিন কাটাচ্ছেন তারা। টিউবওয়েল ডুবে গেছে বন্যার পানিতে।
খাবার পানি আনতে যেতে হচ্ছে, ১ কিলোমিটার দুরে।

গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে স্থান নিয়েছিলেন শ’ খানেক মানুষ। সেই স্কুলও পানিভর্তি। তাই এখন তাদের অবস্থান বিদ্যালয়ের ছাদে। অর্ধাহারে দিন কাটলেও ল্যাট্রিনের সমস্যা প্রকট এই এলাকায়। চারপাশে পানি থৈ থৈ। আর যাদের কোলের বাচ্চা, তাদের বিপত্তি আরও বেশি। কোলছাড়া করা যাচ্ছে না এক মুহূর্তের জন্য। কোলছাড়া হলেই পানিতে তলিয়ে যাওয়ার সম্ভাবনা।

এদিকে আজ থেকে পানি আরও বৃদ্ধি পাওয়া শুরু করেছে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর