× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৪, মঙ্গলবার , ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ শওয়াল ১৪৪৫ হিঃ

বাংলাদেশের বিপক্ষেই শেষ অ্যাসাইনমেন্ট হাথুরুর?

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৯, শুক্রবার

চুক্তির মেয়াদ শেষ হতে এখনো ১৬ মাস বাকি। তবে চন্ডিকা হাথুরুসিংহে এর আগেই চাকরি হারাচ্ছেন। চলতি মাসেই শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজের পর পুরো কোচিং স্টাফ পাল্টে ফেলতে পারে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। হাথুরুসিংহের নেতৃত্বাধীন কোচিং স্টাফে ব্যাটিং কোচ হিসেবে আছেন জন লুইস আর ফিল্ডিং কোচ স্টিভ রিক্সন। দেশটির ক্রীড়ামন্ত্রী হরিন ফার্নান্দোর হস্তক্ষেপেই হচ্ছে এ পরিবর্তন। এসএলসি প্রধান শাম্মি সিলভা ক্রীড়ামন্ত্রীর পক্ষেই কথা বলছেন। ইংল্যান্ডে বিশ্বকাপ শেষে সিলভা বলেন, ‘আমরাও একই কথা ভাবছি।
তবে দেশে ফিরে দেখি কী করা যায়। সবার আগে আমাদের মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলতে হবে।’ ২০১৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের কোচের পদ থেকে আকস্মিক পদত্যাগ করেন হাথুরুসিংহে। দক্ষিণ আফ্রিকা সফরে নিয়ে গিয়ে আর বাংলাদেশে ফেরেননি তিনি। কিছুকাল বিরতির পর ২০১৮ সালের জানুয়ারিতে শ্রীলঙ্কা দলের প্রধান কোচ হিসেবে কাজ করেন হাথুরু। তার অধীনে লঙ্কানরা বাংলাদেশের মাটিতে সিরিজ খেলতে আসে। টেস্ট, ওয়ানডে টি-টোয়েন্টি তিন ফরম্যাটেই সেবার জিতেছিল শ্রীলঙ্কা। কিন্তু ছন্দটা আর ধরে রাখতে পারেনি তারা। একের পর এক সিরিজ হারতে থাকে। র‌্যাঙ্কিংয়ে তারা নেমে যায় বাংলাদেশেরও নিচে। নবম স্থানে থেকে এবারের বিশ্বকাপে অংশ নেয় তারা। আর পয়েন্ট টেবিলের ছয়ে থেকেই বিদায় নেয় রাউন্ড রবিন লীগ থেকে। বিশ্বকাপ স্কোয়াডে নিজের পছন্দের কোনো খেলোয়াড় বাছাই করতে পারেননি হাথুরু। অধিনায়ক নির্বাচন থেকে শুরু করে দল বাছাই সবই হয়েছে মন্ত্রীর হস্তক্ষেপে। তবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে এসব কোনো প্রভাব রাখবে না বলেই মনে করেন এসএলসি সভাপতি শাম্মি সিলভা। তিনি বলেন, ‘কোচিং স্টাফের বিষয়াদির সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। কোচদের সঙ্গে খেলোয়াড়দের বেশি মাখামাখি থাকলেই কেবল এটি সমস্যা হয়ে দেখা দিতে পারে। আমার মনে হয় না সফরে এসব কোনো প্রভাব ফেলবে।’


উল্লেখ্য, ২৬শে জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। আর ৩১শে জুলাই তৃতীয় ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে টাইগারদের শ্রীলঙ্কা সফর। এ সফরে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে থাকছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর