× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

সুপার ওভারের উত্তেজনায় মৃত্যু নিশামের কোচের!

খেলা

স্পোর্টস ডেস্ক
১৯ জুলাই ২০১৯, শুক্রবার

জিমি নিশামের মনটা হয়তো আরো খারাপ হয়ে গেছে। ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপ ফাইনালের সুপার ওভার দেখার সময় হার্ট অ্যাটাকে মারা গেছেন তার ছোটবেলার কোচ ডেভিড জেমস গর্ডন। বিষয়টি নিশ্চিত করেছেন গর্ডনের মেয়ে লিওনি। তিনি বলেন, ‘সুপার ওভারে নিশাম ৬ মারার পরই হার্টবিট বেড়ে যায় আমার বাবার। আমার মনে হয়, জিমির ছক্কা আর বাবার শেষ নিঃশ্বাস নেয়া দুটো একসঙ্গেই ঘটেছে।’ নিশামের সঙ্গে গর্ডনের সম্পর্ক কেমন ছিল এ প্রসঙ্গে তার মেয়ে লিওনি বলেন, ‘ভালোবাসাপূর্ণ সম্পর্ক। জিমির সঙ্গে বাবা সব সময় যোগাযোগ রাখতেন। জিমির বাবার সঙ্গে আমার বাবার বন্ধুত্ব ছিল। বাবা জিমিকে নিয়ে গর্ব করতেন।’
বাল্যকালের কোচের প্রতি নিশামও শ্রদ্ধা নিবেদন করেন।
গর্ডনকে উৎসর্গ করে টুইটারে কিউই অলরাউন্ডার লেখেন, ‘ডেভ গর্ডন, আমার স্কুল শিক্ষক, কোচ ও বন্ধু। খেলাটির প্রতি তোমার ভালোবাসা ছিল সংক্রামক। আমরা যারা তোমার অধীনে খেলেছি, তারা সত্যিই খুব ভাগ্যবান। আশা করি, আমি তোমাকে গর্বিত করতে পেরেছি। সবকিছুর জন্য ধন্যবাদ। শান্তিতে থাকো।’
গত ১৪ই জুলাই লর্ডসে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ইংল্যান্ড-নিউজিল্যান্ড। কিউইদের দেয়া ২৪১ রান তাড়া করতে নেমে টাই করে স্বাগতিকরা। ফলে ম্যাচ সুপার ওভারে গড়ায়। সুপার ওভারে নিউজিল্যান্ডকে ১৬ রানের লক্ষ্য দেয় ইংল্যান্ড। জিমি নিশামের ১৩ রানের পরও সুপার ওভার টাই হয়। আর বাউন্ডারিতে এগিয়ে থাকায় চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড।  
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর