× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

জিটিভির নতুন অনুষ্ঠান ‘সৃষ্টি সুখের উল্লাসে’

বিনোদন

স্টাফ রিপোর্টার
১৮ জুলাই ২০১৯, বৃহস্পতিবার

পৃথিবীর যে কোনো দেশ বা জাতির সাংস্কৃতিক ঐতিহ্য গড়ে ওঠে কিছু শিল্প সমৃদ্ধ মানুষের অসাধারণ প্রচেষ্টা, পরিবর্তীত ধ্যান-ধারণা, সৃষ্টিশীল শিল্প-কর্মের কল্যাণে বহুমাত্রিক চেতনায় নিজেদের সমগ্র জীবন উৎসর্গ করার মাধ্যমে। এ ধারা প্রজন্মের পর প্রজন্ম বহন করে চলে। বাংলাদেশের সাংস্কৃতিক জগতও গড়ে উঠেছে একই ধারায়। সংগীতের উত্তরণে যাদের অবদান মৌলিক হয়ে আছে তাদের নামের সংখ্যা কম নয় এবং তাদের শিল্প অবদান অসীম ও অসাধারণ। আমাদের সংগীত পরিমন্ডলের  স্বপক্ষে ও উত্তরণে  জিটিভি আয়োজন করেছে ভিন্নধর্মী গবেষণামুলক অনুষ্ঠান নেকটার নিবেদিত ‘সৃষ্টি সুখের উল্লাসে’। অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য  ‘শিল্পের সঙ্গে সৃষ্টির গল্প’। এখানে বিভিন্ন সংগীতশিল্পী  আমন্ত্রিত হবেন এবং শিল্পের সঙ্গে তাদের সৃষ্টির যে গল্প এবং সেই শিল্পের পরিবেশনায় এগিয়ে যাবে অনুষ্ঠান। পাশাপাশি বর্নাঢ্য সংগীত জীবনের প্রাপ্তি-অপ্রাপ্তির কথা বলবেন তিনি।
মুলত: স্বাধীনতা পূর্ববর্তী সময় থেকে শুরু করে আমাদের স্বাধীনতা লাভের পর প্রায় পঞ্চাশ বছরে সংগীত জগতের এই পথ চলায় যাদের অবদান আমাদের পাথেয় হয়ে আছে, তাদের উপস্থিতিতে শিল্পী ও শিল্প সৃষ্টির গল্প নিয়েই অনুষ্ঠাননেকটার নিবেদিত  ‘সৃষ্টি সুখের উল্লাসে’। অনুষ্ঠানের প্রথমপর্বে অতিথি হয়েছেন নকীব খান। সংগীতাঙ্গনের একজন উজ্জ্বল নক্ষত্র নকীব খান। অসংখ্য শ্রোতাপ্রিয় কালজয়ী গানের সুরকার, গীতিকার এবং গায়ক তিনি। ‘মন শুধু মন ছুঁয়েছে’, ‘এখন অনেক রাত’, ‘তুমি বললে’, ‘ভালো লাগে জোসনা’, ‘তোরে পুতুলের মতো করে সাজিয়ে’, ‘যদি লক্ষ্য থাকে অটুট’, এমন অসংখ্য গানের সুরস্রষ্টা নকিব খান। সংগীতের প্রতি ভালোবাসা, সুরের মায়া তাকে প্রতিষ্ঠিত করেছে এক শ্রুতিমাধুর্যপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে। তার সংগীত জীবনের যত কথা এবং সংগীতের সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন এই অনুষ্ঠানে । কবি ও উপস্থাপক রেজাউদ্দিন স্টালিনের সঞ্চালনায়  অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন সাইফুল ইসলাম সাইফ্ । অনুষ্ঠানটি ১৯শে জুলাই থেকে সপ্তাহের প্রতি শুক্রবার রাত ৯টায় জিটিভিতে প্রচার হবে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর