× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে কালীগঞ্জ পৌরসভা

বাংলারজমিন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, শনিবার

 ঝিনাইদহের কালীগঞ্জ শহর ভাগাড়ে পরিণত হয়েছে। মশামাছি ময়লা আবর্জনার গন্ধে অতিষ্ঠ পৌরবাসী। জানাগেছে, বেশ কয়েকদিন ধরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার কর্মচারীরা সরকারি তহবিল থেকে বেতন-ভাতার দাবিতে রাজধানী শহরে আন্দোলন করছে। গেল কয়েকদিন ধরে অচল অবস্থা কালীগঞ্জ পৌরসভা। সকল কার্যক্রম বন্ধ রয়েছে। গতকাল সকালে সরজমিনে দেখা যায়, কালীগঞ্জ শহরের পৌর এলাকার কালীবাড়ী মোড়, কলেজ রোড, নতুনবাজার, কলাহাট, হাসপাতালসড়ক, নিমতলাবাজারসহ বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে জমেছে বেশ কয়েক দিনের ময়লা আবর্জনা। প্রধান সড়কের উপর তৈরি হয়েছে ময়লার স্তূপ। রাতে জ্বলছে না সড়কবাতি।
যার ফলে কালীগঞ্জ পৌরসভায় বসবাসকারী বাসিন্দা ও ব্যবসায়ীরা পড়েছেন চরম বিপাকে। ৩নং ওয়ার্ডের (ফয়লা) বাসিন্দা আ. রহিম বলেন, ময়লা আবর্জনা সড়কে জমে থাকায় দুর্গন্ধে সৃষ্টি হয়েছে। বসবাস করতে কষ্ট হচ্ছে। হাসপাতাল সড়কের ব্যবসায়ী বাপ্পারাজ বলেন, শহরে ময়লা আবর্জনার মধ্যে ব্যবসা বাণিজ্য করা যাচ্ছে না। বেশ কিছু দিন ধরে শহরের প্রাণকেন্দ্রে ময়লা স্তূপ পড়ে থাকায় মশামাছি জন্ম নিয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করতে হচ্ছে পৌরবাসীর। কালীগঞ্জ পৌরসভার সিনিয়র হিসাব রক্ষক আবেদ আলীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে। এ ব্যাপারে কালীগঞ্জ পৌর মেয়র আশরাফুল আলম আশরাফ বলেন, অতি দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে।

অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর