× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ১৯ এপ্রিল ২০২৪, শুক্রবার , ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১০ শওয়াল ১৪৪৫ হিঃ

কিশোরগঞ্জে বাল্যবিবাহ থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

বাংলারজমিন

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে
২০ জুলাই ২০১৯, শনিবার

‘সরকারি তথ্য সেবা সব সময়’ স্লোগান নিয়ে চালু হওয়া ৩৩৩ নম্বরে পাওয়া কলে কিশোরগঞ্জে বাল্যবিবাহ থেকে নবম শ্রেণির এক ছাত্রী (১৫) রক্ষা পেয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় স্কুলছাত্রীর বাসায় বাল্যবিবাহের আয়োজন চলছিল। ৩৩৩ নম্বরে পাওয়া কলের ভিত্তিতে রাত ১০টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্‌ তমাল সেখানে গিয়ে বাল্যবিবাহটি বন্ধ করে দেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ৩৩৩ নম্বরে পাওয়া কলে জেলা প্রশাসন জানতে পারে, কিশোরগঞ্জ শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় নবম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের আয়োজন চলছে। তৎক্ষণাৎ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্‌ তমাল ছাত্রীর বাসায় ছুটে যান। সেখানে গিয়ে তিনি দেখতে পান, বরপক্ষও ছাত্রীর বাসায় এসেছে। স্থানীয় ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. এরশাদ খান অভির উপস্থিতিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর মো. আল কামাহ্‌ তমাল বাল্যবিবাহের কুফল এবং সরকারের বিধিবিধান বিষয়ে উভয়পক্ষকে অবহিত করে। পরে স্কুলছাত্রীর পিতা ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়ের বিবাহ দেবেন না বলে মুচলেকা দেন।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর