× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

ব্যাট-প্যাড পুড়িয়ে এখন চাকরি খুঁজবো?

খেলা

স্পোর্টস ডেস্ক
২০ জুলাই ২০১৯, শনিবার

জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্তে হতাশ জিম্বাবুয়ান ব্যাটসম্যান সিকান্দার রাজা। জিম্বাবুয়ের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সিকান্দার রাজার প্রশ্ন- এখন ব্যাট-প্যাড পুড়িয়ে চাকরি খুঁজবো নাকি আমরা? জিম্বাবুয়ের ক্রিকেট বোর্ডে অনিয়ম ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে আইসিসির সদস্যপদ স্থগিত করে ক্রিকেট সর্বোচ্চ সংস্থা। এতে আইসিসির কোনো ইভেন্টে অংশ নিতে পারবে না জিম্বাবুয়ে। আইসিসির এমন সিদ্ধান্তে ৩৩ বছর বয়সী সিকান্দার রাজা বলেন, ‘আমি জানি না আমাদের আন্তর্জাতিক ক্রিকেট কোথায় যাচ্ছে। এটা ক্লাব ক্রিকেট নাকি ক্রিকেটই না? এখন কি ব্যাট-প্যাড, ক্রিকেট সরঞ্জামাদি পুড়িয়ে চাকরির জন্য আবেদন করবো? আমি জানি না এখন আমরা কি করবো।’
সিকান্দার রাজা বলেন, আইসিসির সদস্যপদ বাতিলের সংবাদটা ইংল্যান্ড বিশ্বকাপের বাছাই পর্ব থেকে ছিটকে যাওয়ার মতোই কষ্টকর। কিন্তু এই সিদ্ধান্তটা বেশ খারাপ হয়েছে। ক্রিকেটারদের ভবিষ্যত অন্ধকার। সামনে বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ ছিল।
আগামী অক্টোবরে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ রয়েছে। এমন সময় আইসিসির এমন সিদ্ধান্ত হতাশ করেছে সিকান্দার রাজাকে। কোনো শাস্তি দিয়ে খেলার সুযোগ রাখা উচিত ছিলো বলে মনে করেন রাজা। তিনি বলেন, ‘আমাদের হৃদয় ভেঙে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার এভাবে  শেষ হওয়ায় বড় ধাক্কা পেয়েছে সবাই। এটা শুধু একজন ক্রিকেটার নয় গোটা দেশের জন্যই খারাপ। আমার জন্য এটা মেনে নেয়া কঠিন। সতীর্থদের ভাবনাও যে একইরকম তা নিশ্চিত।  এখান থেকে আমরা কোথায় যাবো।’ ২০১৩ সালে জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয় সিকান্দার রাজার। ১২টি টেস্ট ও ৯৭টি ওয়ানডে খেলেছেন এই জিম্বাবুইয়ান ব্যাটসম্যান। ওয়ানডেতে ৩ সেঞ্চুরি ও ১৪টি ফিফটি নিয়ে রাজার সংগ্রহ ২৬৫৬ রান। আর ১২ টেস্টে এক সেঞ্চুরি ও ৬ ফিফটি রয়েছে তার। শুক্রবার সকালে জিম্বাবুয়ের সদস্যপদ স্থগিতের সংবাদ শুনে নিজের টুইটার পেজে আবেগী বার্তা দেন সিকান্দার রাজা। টুইটারে তিনি লেখেন, ‘কিভাবে একটা সিদ্ধান্ত দলকে হতবাক করে দেয়। একটি সিদ্ধান্ত কিভাবে অনেক গুলো লোককে চাকরি হারা করে। একটা সিদ্ধান্ত কিভাবে কতগুলো পরিবারকে ক্ষতির সম্মুখিন করে। একটি সিদ্ধান্ত কিভাবে অনেকগুলো ক্যারিয়ার শেষ করে দেয়। অবশ্যই আমি এভাবে আর্ন্তজাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে চাইনি।’ সিকান্দার রাজার টুইটের পর জিম্বাবুয়ের তারকা উইকেটরক্ষক-ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর টুইট করেন, ‘আইসিসির সিদ্ধান্তে হৃদয় ভাঙলো। জিম্বাবুয়ের সরকার, এমপি কেউই নেই? একশো  লোক যারা ক্রিকেটের সঙ্গে জড়িত তারা সবাই চাকরি হারালো।’
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর