× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৭ এপ্রিল ২০২৪, শনিবার , ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ শওয়াল ১৪৪৫ হিঃ

‘জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটলে সরকার টিকবে না’

বাংলারজমিন

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, শনিবার

মাত্রাতিরিক্ত নির্যাতনের শিকার বিএনপি আজ ঐক্যবদ্ধ। জনগণের ভোটে জনগণের দল বিএনপি দ্রুতই ক্ষমতায় যাবে। জনগণের ক্ষোভের বিস্ফোরণ ঘটলে বর্তমান সরকার আর ক্ষমতায় টিকবে না। সংরক্ষিত মহিলা আসনে এমপি নির্বাচিত হবার পর ব্যারিস্টার রুমিন ফারহানা প্রথম গত বৃহস্পতিবার নিজ এলাকা সরাইলে এসে এ কথাগুলো বলেন। তিনি বলেন, আমি সংসদে একটিমাত্র অধিবেশন পেয়েছি। আমি দেশনেত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়েছি। দলীয় নেতাকর্মীদের ওপর সরকারের জুলুম অত্যাচার নির্যাতন ও মিথ্যা মামলার খড়গের ব্যাখ্যা দিয়েছি। রুমিন ফারহানাকে আশুগঞ্জ টোল প্লাজা থেকে বিশাল মোটরসাইকেল শুভাযাত্রা সহকারে সরাইলে নিয়ে আসেন।
তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ উপজেলা বিএনপি’র বেশ কয়েকজন নেতৃবৃন্দ। এ ছাড়া সরাইল উপজেলার শাহবাজপুরের কামাল মিয়াসহ যুবদলের কিছু নেতাকর্মী। প্রসঙ্গত, প্রয়াত অলি আহাদের মেয়ে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ জন্ম ভূমি ব্রাহ্মণবাড়িয়া- আসন থেকে দলীয় মনোনয়ন চেয়েছিলেন। পরবর্তীতে তাকে গাইবান্ধা জেলায় সংরক্ষিত মহিলা আসনে এমপি মনোনীত করেন দলীয় হাইকমান্ড।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর