× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আফ্রিকান নেশন্স কাপ চ্যাম্পিয়ন আলজেরিয়া

খেলা

স্পোর্টস রিপোর্টার
২০ জুলাই ২০১৯, শনিবার

লিভারপুল তারকা সাদিও মানের সেনেগালকে ১-০ গোলে হারিয়ে আফ্রিকা মহাদেশের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আফ্রিকান নেশন্স কাপে চ্যাম্পিয়ন হয়েছে আলজেরিয়া। শুক্রবার রাতে মিশরের কায়রো আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে জয়সূচক গোলটি করেন বাগদাদ বুনিয়াহ।
আফ্রিকান নেশন্স কাপে এটি আলজেরিয়ার দ্বিতীয় সাফল্য। প্রথমবার তারা চ্যাম্পিয়ন হয় ১৯৯০ সালে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই আসরে সর্বাধিক ৭ বার চ্যাম্পিয়ন হয়েছে মিশর। কিন্তু ঘরের মাঠে এবার তারা শেষ চারেও যেতে পারেনি। আফ্রিকান নেশন্স কাপের ২০১৯ সংস্করণে সর্বাধিক ২৪ দল অংশ নেয়। ১৯৯৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত আংশগ্রহনকারী দল ছিল ১৬টি।

এক নজরে ২০১৯ আফ্রিকান নেশন্স কাপ
চ্যাম্পিয়ন: আলজেরিয়া
রানার্সআপ: সেনেগাল
তৃতীয় স্থান: নাইজেরিয়া
চতুর্থ  স্থান: তিউনিসিয়া
সর্বাধিক গোলদাতা: ওডিওন ইগহালো (নাইজেরিয়া)- ৫ গোল।
সেরা খেলোয়াড়: ইসমাইল বিন নাসের (আলজেরিয়া)।
সেরা গোলরক্ষক: রইস মবোলাহি (আলজেরিয়া)।।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর