× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২০ এপ্রিল ২০২৪, শনিবার , ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১১ শওয়াল ১৪৪৫ হিঃ

ছোট পর্দায় আজ

বিনোদন


২১ জুলাই ২০১৯, রবিবার

চ্যানেল আইতে ‘প্রিয় দিন প্রিয় রাত’
কাজী শাহিদুল ইসলামের রচনা  ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় নির্মাণ হয়েছে ধারাবাহিক নাটক ‘প্রিয় দিন প্রিয় রাত’। এতে অভিনয় করেছেন ওয়াহিদা মল্লিক জলি, শাহরিয়ার সাহেদ, মিতিল ফররুখ, ফখরুল বাশার মাসুম, মিলি বাশার, নিলয় আলমগীর, শাহানাজ সুমি, জেবা অনিকা, সাব্বির অর্ণব, সিনথিয়া ইয়াসমিন, স্পনিল তাজরিয়ান ইচ্ছা, সায়মা স্মৃতি প্রমুখ। নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে আজ রাত ৮টায়।
এনটিভিতে ‘মায়া মসনদ’
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘মায়া মসনদ’।  অরিন্দম গুহের গল্প ও চিত্রনাট্যে এটি পরিচালনা করেছেন এস এম সালাউদ্দীন। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন
সোহেল রানা, সাবেরী আলম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, আবিদ রেহান, শশী, নিলয় আলমগীর, নমিরা মৌ, মৌসুমী নাগ, মোমেনা চৌধুরী, সৈয়দ শুভ্র, ইলোরা গহর, শম্পা রেজা, শিল্পী সরকার অপু প্রমুখ।
বাংলাভিশনে ‘টক মিষ্টি ঝাল’
জনপ্রিয় অভিনেতা শহীদুল আলম সাচ্চু জীবনে যত অ্যাওয়ার্ড পেয়েছেন, তার যোগ্য কি তিনি ছিলেন? কেন তিনি আর কোনো ধরনের অ্যাওয়ার্ড নিতে চান না? সংসারে মিসেস সাচ্চু প্রতিনিয়ত উঠতে-বসতে তাকে কী অ্যাওয়ার্ড দেন? -বাংলাভিশনের রম্য-বিদ্রুপাত্মক অনুষ্ঠান ‘টক মিষ্টি ঝাল’র ‘অ্যাওয়ার্ড’ পর্বে অতিথি হিসেবে এসে এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। এ ছাড়াও দেশ-বিদেশের নানা অনুষ্ঠানে অ্যাওয়ার্ড বা পুরস্কার আদান-প্রদানের বিভিন্ন বিষয় ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে এবারের পর্বে। ‘মিস. মিষ্টি’ সেগমেন্টে পারফরম্যান্স করেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান বনলতা। রয়েছে আল মামনুন জামানের নিয়মিত পরিবেশনা ‘ঝালাইবাজ’ও। খায়রুল বাবুইয়ের প্রযোজনা ও আবু হেনা রনির উপস্থাপনায় ‘টক মিষ্টি ঝাল’র ‘অ্যাওয়ার্ড’ পর্বটি প্রচার হবে বাংলাভিশনে আজ রাত ১১টা ২৫ মিনিটে।
মাছরাঙা টেলিভিশনে ‘ঘরে বাইরে’
প্রতি রবি ও সোমবার রাত ৮ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হচ্ছে ধারাবাহিক নাটক ‘ঘরে বাইরে’।
মাতিয়া বানু শুকুর চিত্রনাট্য ও নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব, মম, নাঈম, মৌসুমী হামিদ, শহীদুজ্জামান সেলিম, মাজনুন মিজান, রাইসুল ইসলাম আসাদ, শর্মিলী আহমেদ, সাবেরী আলমসহ আরো অনেকে। নানারকম সুখ-দুঃখ, সংকট, সংশয়, টানাপড়েন আর সংগ্রামের মধ্য দিয়ে যায় মানুষের জীবন। কখনো কখনো চেনা যায় না সত্যিকারের কাছের মানুষ। সকলেরই আকাঙ্ক্ষা একটি সুন্দর পারিবারিক ও সামাজিক জীবন। ঘরে-বাইরে বহুমুখী সমস্যার মধ্যেও মানুষ ভালোবাসে, নতুন স্বপ্নে জেগে ওঠে। খুঁজে বেড়ায় সুখের ঠিকানা। চারপাশে ছড়িয়ে থাকা এমন হাজারো মানুষ ও পরিবারের মতো একটি পরিবারের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ঘরে বাইরে’।
বৈশাখী টিভিতে ‘প্রিয়শিল্পীর সেরা গান’
বৈশাখী টিভির নিয়মিত আয়োজন ‘প্রিয়শিল্পীর সেরা গান’। এ অনুষ্ঠানে আজ থাকছে  সৈয়দ আবদুল হাদীর গান। অনুষ্ঠানটি প্রচার হবে  রাত ৮টায়। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রবিউল হাসান সুজন।
দীপ্ত টিভিতে ‘মান অভিমান’
দীপ্ত টিভিতে শনি-বৃহস্পতি সপ্তাহে ছয়দিন সন্ধ্যা ৭টায় প্রচার হয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’। জেন অস্টেন রচিত 'প্রাইড এন্ড প্রেজুডিস’ এর অনুপ্রেরণায় নির্মিত ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য নাসিমুল হাসান ও সংলাপ করেছেন সরোয়ার সৈকত। আশিশ কুমার রায়ের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন সমাপ্তি মাশুক, রোজী সিদ্দিকী, তোফা হাসান, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা সহ আরো অনেকে।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর