× প্রচ্ছদ অনলাইনপ্রথম পাতাশেষের পাতাখেলাবিনোদনএক্সক্লুসিভভারতবিশ্বজমিনবাংলারজমিনদেশ বিদেশশিক্ষাঙ্গনরকমারিমত-মতান্তরবই থেকে নেয়া তথ্য প্রযুক্তি শরীর ও মন চলতে ফিরতে কলকাতা কথকতাসেরা চিঠিইতিহাস থেকেঅর্থনীতি
ঢাকা, ২৫ এপ্রিল ২০২৪, বৃহস্পতিবার , ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ শওয়াল ১৪৪৫ হিঃ

আসেননি অঙ্কিত, মঞ্চ মাতালেন তিন তারকা

বিনোদন

স্টাফ রিপোর্টার
২১ জুলাই ২০১৯, রবিবার

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে হয়ে গেল ‘সানগ্লো মিউজিক্যাল ফেস্ট- ১’ শীর্ষক কনসার্ট। অনুষ্ঠানে বিগবস খ্যাত তারকা সানা খান পারফর্ম করলেও আসেননি বলিউড গায়ক অঙ্কিত তিওয়ারি। কনসার্টে সংগীত পরিবেশন করেন রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ এর মাধ্যমে আলোচনায় আসা বাংলদেশের মাঈনুল আহসান নোবেল ও এই প্রজন্মের গায়িকা তাসনিম আনিকা। রাত ৮টায় শুরু হওয়া এ কনসার্টের উপস্থাপনায় ছিলেন ফুয়াদ ও শান্তা জাহান। মঞ্চে এসেই তাসনিম আনিকা গান ‘বায়ান্ন তাস’, ‘নিটল পায়ে’ এবং ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ সহ নিজের গাওয়া ‘নোলক’ সিনেমার ‘জলে ভাসা ফুল’সহ বেশ কিছু গান। এর পরেই স্টেজে সানা খান ‘ছাম্মা ছাম্মা’, ‘বাম ডিগি ডিগিবাম’সহ জনপ্রিয় বেশকিছু হিন্দি গানের সঙ্গে পারফর্ম করেন। রাত ১০টার পর নোবেল আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গান দিয়ে পরিবেশনা শুরু করেন। এরপর ‘হাসতে দেখো গাইতে দেখো’সহ বেশকিছু গান গেয়ে শ্রোতা-দর্শক মাতান।
নোবেলের পরিবেশনা শেষে এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ অঙ্কিত তিওয়ারি অনুষ্ঠানে হাজির না হওয়ায় মঞ্চে এসে দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করেন। মাসুদুর রহমান বলেন, অঙ্কিত আসার বিষয়টি পাকাপাকি হলেও বিভিন্ন কারণ দেখিয়ে সে আসেনি। এটা অনাকাঙ্ক্ষিত। যেহেতু অঙ্কিত আসেননি, টিকিটে আমাদের অফিসের ফোন নম্বর দেয়া আছে, যে কেউ টিকিটের মূল্য ফেরত চাইলে আমরা দিয়ে দেবো। উল্লেখ্য, যৌথভাবে এই কনসার্টের আয়োজন করে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইনমেন্ট।
অবশ্যই দিতে হবে *
অবশ্যই দিতে হবে *
অন্যান্য খবর